প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ছেলে ও মেয়েদের কোন অঙ্গে মেহেদি ব্যবহার করা জায়েজ?

ছেলে ও মেয়েদের কোন অঙ্গে মেহেদি ব্যবহার করা জায়েজ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্

ছেলে ও মেয়েদের কোন কোন অঙ্গে মেহেদী ব্যবহার করা জায়েজ? আর সেটা বাজারের মেহেদী নাকি গাছের মেহেদী? আমি শুনেছি মেয়েদের নাকি সারা বছর মেহেদী লাগানো সুন্নাত? কথাটা কি সঠিক? মেহেরবানি করে বিস্তারিত জানাবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ছেলেদের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ নেই। তবে যদি কোন অসুস্থ্যতার চিকিৎসার জন্য হয়ে থাকে, তাহলে পুরুষের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ আছে।

আর মহিলাদের জন্য শরীয়ত এ ইচ্ছেধিকার দিয়েছে যে, সে তার সৌন্দর্য প্রকাশক স্থান সমূহে সৌন্দর্য বর্ধিত করে এমন বস্তু ব্যবহার করতে পারে। যেমন, হাত, পা, সীনা, গলা ইত্যাদি।

তাই এসব স্থানে সৌন্দর্য বর্ধক হালাল বস্তু ব্যবহার করতে কোন সমস্যা নেই। সেই হিসেবে মেহিদী ব্যবহার করাতেও কোন সমস্যা নেই। চাই সে মেহেদী সরাসরি গাছের মেহেদী হোক, বা টিউব মেহেদী হোক।

মেয়েদের মেহেদী লাগানো সুন্নত কথাটি সঠিক নয়। বরং মেহেদী লাগানো সর্বোচ্চ মুস্তাহাব বলা যায়।

أن امرأة أتت عائشة رضي الله عنها فسألتها عن خضاب الحناء فقالت لا بأس به ولكني أكرهه كان حبيبي [ رسول الله ] صلى الله عليه و سلم يكره ريحه

এক মহিলা হযরত আয়শা রাঃ এর কাছে মেহেদী লাগানো বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেনঃ এতে কোন সমস্যা নেই। কিন্তু রাসূল সাঃ মেহেদীর ঘ্রাণ অপছন্দ করতেন। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৬৪}

لا ينبغى أن يخضب يدى الصبى الذكر ورجله الا عند الحاجة، ويجوز ذلك للنساء (الفتاوى الهندية-5/359

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *