প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমি একটি স্কুলের টিচার। অনেক সময় খোলার দিন আসতে পারি না। দু’ একদিন দেরী হয়। ছুটির দরখাস্ত মঞ্জুর না করালে সমস্যা হয়। তাই অনেক সময় অসুস্থ্যতার কথা বলে ডাক্তারকে বলে একটি প্রেশক্রিপশন লিখিয়ে তা পেশ করি দরখাস্তের সাথে।
এভাবে ডাক্তারের প্রেশক্রিপশন পেশ করে ছুটি নেবার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
অসুস্থ্য না হয়েও অসুস্থ্যতার প্রমাণ হিসেবে ডাক্তারের ভুয়া প্রেশক্রিপশন পেশ করা ধোঁকার শামিল। যা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। তাই এ কাজ কিছুতেই বৈধ হবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]