প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ফরজ গোসল করলে নামাযের সময় শেষ হয়ে যাবার আশংকা হলে করণীয় কী?

ফরজ গোসল করলে নামাযের সময় শেষ হয়ে যাবার আশংকা হলে করণীয় কী?

প্রশ্ন

নাম প্রকাশে অনিচ্ছুক।
ঢাকা।

ফজরের ওয়াক্ত শেষ হওয়ার কিছুক্ষন আগে স্বপ্নদোষ হলে যদি এমন হয় যে গোসল করতে গেলে ওয়াক্ত শেষ হয়ে যাবে, সুর্য উঠে যাবে। তখন কি করা উচিত?

উত্তর

بسم الله الرحمن الرحيم

দ্রুত গোসল করতে চলে যাবে। সময় পেলে নামায পড়বে, নতুবা সূর্য উঠার পর কাযা করে নিবে।

جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ [٤:٤٣

আর (নামাযের কাছে যেও না) ফরয গোসলের আবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও। {সূরা নিসা-৪৩}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

যাকাতের নিয়তে গরীবকে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু   আমি আহলে হক মিডিয়ার নিয়মিত একজন পাঠক। …