প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / কাকরাইল ও ইজতিমা ময়দানে মাইকে নামায পড়া হয় না কেন?

কাকরাইল ও ইজতিমা ময়দানে মাইকে নামায পড়া হয় না কেন?

প্রশ্ন

প্রশ্নকর্তা-farhan nobel

বিষয়ঃ দাওয়াত ও তাবলীগ

আসসালামু আলাইকুম।

মুফতী সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আমাদের কাকরাইল মসজিদে, ইজতিমার ময়দানে শুধু বয়ান ও ইকামতে মাইক ব্যবহার করা হয়। কিন্তু নামাযে মাইক ব্যবহার করা হয় না।

তো অনেকে বলে যে, কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করে আবার কয়েক যায়গায় ব্যবহার করে না কেন? এ নিয়ে অপপ্রচার চালায়।

এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মাইকের মাধ্যমে প্রাপ্ত আওয়াজটা মূল ব্যক্তির আওয়াজ নাকি যন্ত্রটির আওয়াজ?

যদি যন্ত্রটির আওয়াজ হয়, তাহলে কোন যন্ত্রের অনুসরণে নামায পড়লে নামাযী ব্যক্তি ব্যতীত অন্য ব্যক্তির অনুসরণ করা হচ্ছে। আর অন্য ব্যক্তির অনুসরণ করে নামায পড়লে সেই ইক্তিদা শুদ্ধ হয় না। তাই নামাযটিই হবে না।

কিন্তু যদি প্রাপ্ত আওয়াজটিকে মূল ব্যক্তির আওয়াজ ধরা হয়, তাহলে লাউডস্পীকারের মাধ্যমে প্রাপ্ত আওয়াজে ইক্তিদা করতে কোন সমস্যা নেই।

এ মাসআলা এক সময় মতভেদ ছিল। একদল উলামায়ে কেরাম বলতেন যে, লাউডস্পীকার তথা মাইকের মাধ্যমে প্রাপ্ত আওয়াজটি মূল আওয়াজকারী তথা ইমামের না। বরং যন্ত্রটির মাধ্যমে যন্ত্রস্ত হয়ে নিজস্ব আওয়াজ বেরিয়ে আসে। ফলে এর আওয়াজের উপর ভিত্তি করে যারা ইক্তিদা করছেন, তারা ইমামের নয়, বরং যন্ত্রটির অনুসরণ করে নামায পড়ছেন। ফলে তাদের নামায হবে না।

এ কারণে মুকাব্বিরের মাধ্যমে সালাত পড়ার আদেশ তারা প্রদান করতেন। মাইকের মাধ্যমে নামায পড়তেন না।

কিন্তু অভিজ্ঞ ও মুহাক্কিক আলেমগণের মতে লাউডস্পীকার বা মাইকের আওয়াজটি মূলত আওয়াজকারী তথা ইমামের আওয়াজ। লাউডস্পীকার শুধু উক্ত আওয়াজকে একটু উঁচু আওয়াজে প্রকাশ করে মাত্র। আওয়াজটিকে যন্ত্রস্ত করে পাল্টে দেয় না। শুধুই সাউন্ড বৃদ্ধি করে থাকে।

এ কারণে লাউডস্পীকার বা মাইকের মাধ্যমে নামায পড়াতে কোন সমস্যা নেই।

কাকরাইল এবং ইজতিমা ময়দানে সম্ভবত অধিক সতর্কতা স্বরূপ মাইক ছাড়া নামায পড়া হয়ে থাকে।

তবে মাইকে ও লাউডস্পীকারে নামায পড়াতে কোন সমস্যা নেই।

والجهر أفضل حيث خلا مما ذكر، لأنه أكثر عملا ولتعدى فائدته إلى السامعين، ويقظ قلب الذاكر، فيجمع همه إلى الفكر، ويصرف سمعه إليه، ويطرط النوم ويزيد النشاط (رد المحتار، كتاب الحجر والإباحة، باب الاستبراء-9/570)

والجهر افضل فى غير ذلك، لأن العمل فيه أكبر، ولأنه يتعدى نفعه إلى غيره، ولأنه يوقظ قلب القارئ، ويجمع همه إلى الفكر، ويصرف سمعه اليه، ويطرد النوم ويزيد النشاط، (الموسوعة الفقهية الكويتية-16/192

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

যাকাতের নিয়তে গরীবকে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু   আমি আহলে হক মিডিয়ার নিয়মিত একজন পাঠক। …