প্রচ্ছদ / ইলমে হাদীস / “বেলাল রাঃ এর ছীনই তোমাদের শীন” এ মর্মের বর্ণনাটি কী হাদীস?

“বেলাল রাঃ এর ছীনই তোমাদের শীন” এ মর্মের বর্ণনাটি কী হাদীস?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, কিছু বক্তা এবং কিছু আহলে হাদীস বক্তা যেমন শায়েখ আমানুল্লাহ বিন ইসমাঈলের মুখেও আমি একটি হাদীস শুনেছি। যার সারমর্ম হল, হযরত বেলাল রাঃ এর মুখে জড়তা ছিল। তিনি শীন উচ্চারণ করতে পারতেন না। তিনি শীনকে ছীন উচ্চারণ করতেন।

অনেকে অভিযোগ করলে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, বেলালের ছীনই শীন ধরে নিতে হবে।

আমার জানার বিষয় হল, আসলেই কী বেলাল রাঃ এর মুখে জড়তা ছিল? আর উক্ত মর্মের বর্ণিত হাদীসটির হুকুম কী?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত কথাটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র। এর কোন হাকীকত নেই। বেলাল রাঃ এর কণ্ঠ খুবই চমৎকার ছিল। সাথে সাথে তার ভাষাও ছিল পরিস্কার ও স্পষ্ট। কোনরূপ জড়তা বা আড়ষ্টতা তার জবানে ছিল না।

যারা জড়তা থাকার অভিযোগ করেন, তারা এ মহান সাহাবীর উপর অপবাদ আরোপ করেন। তাদের অচিরেই তওবা করা উচিত।

আর এক্ষেত্রে বর্ণিত যে হাদীস উপস্থাপন করা হয়, তা জাল ও বানোয়াট। তাই হাদীস নামের উক্ত বানোয়াট কথা বর্ণনা করা কিছুতেই জায়েজ হবে না।

উক্ত বর্ণনা বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের কয়েকটি মন্তব্য তুলে ধরা হলঃ

ইবনে কাসীর রহঃ বলেন, এর কোন ভিত্তি নেই। [আলআহকামুল কাবীর-১/১৫৫, আলবিদায়া ওয়ান নিহায়া-৭/১০৪]

মোল্লা আলী কারী রহঃ বলেন, বলা হয়, এর কোন ভিত্তি নেই। বা এটি বানোয়াট। [আলআছরারুল মারফূআ-২২৫]

আল্লামা যুরকানী রহঃ বলেন, এটি বাতিল, এর কোন ভিত্তি নেই। বরং হযরত বেলাল ছিলেন স্পষ্টভাষী। [মুখতাছারুল মাকাছিদ-৫৪৭]

আল্লামা কাউকজী রহঃ বলেন, এর কোন ভিত্তি নেই। [আললু’লুউল মারছু’-১০০]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …