প্রশ্ন
From: মোহাম্মদ রিফাত আলম
বিষয়ঃ সন্মানিত ব্যক্তিদের নামের শেষে যেসব দোয়া করা হয় তার বর্ণনা
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম,
আমরা বিভিন্ন সন্মানিত ব্যক্তিদের নামের শেষে রাঃ, আঃ, রহঃ, রাহিমাঃ, হাফিজাঃ প্রভৃতি ব্যবহার করে থাকি,
উক্ত ব্যবহারের বিভিন্ন শব্দ সমুহের তালিকা এবং কোথায় কোনটা ব্যবহার করবো তার বিস্তারিত একটা উত্তর খুবই আশা করছি। আল্লাহ আপনাদেরকে দ্বীনের খেদমতে আরও বেশি অবদান রাখার তৌফিক দান করুন। আর আমাদেরকেও মেনে চলার তৌফিক দান করুন। আমীন।
আল্লাহ হাফেয।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে উল্লেখিত বাক্যগুলো প্রতিটিই দুআ সম্বলিত। যা কোন সম্মানিত ব্যক্তির নামের শেষে দুআ হিসেবে ব্যবহার করা হয়।
এর কোনটিই কুরআন ও হাদীসের মাধ্যমে নির্ধারিত নয়। তবে সমর্থিত রয়েছে।
এর কিছু জীবিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কিছু মৃত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এসব মূলত মুসলিম সমাজের ওরফ তথা সামাজিক রীতির উপর নির্ভরশীল।
মুসলিম সমাজের “ওরফ” যা শরীয়তের সরাসরি খিলাফ না হয়,শরীয়ত সেটিকে নাজায়েজ বলে না।
তেমনি উপরোক্ত বিশেষণগুলো।
“রাঃ বা রাজিআল্লাহু আনহু বা আনহুম” বিশেষণটি ব্যবহার করা হয় সাহাবায়ে কেরাম রাজিআল্লাহু আনহুমগণের ক্ষেত্রে। “আনহু” বলা হয় একজনের ক্ষেত্রে, আর “আনহুম” বলা হয় একাধিকের ক্ষেত্রে।
“আঃ তথা আলাইহিস সালাম” বিশেষণটি ব্যবহার করা হয়, আম্বিয়ায়ে কেরাম এবং ফেরেশতাদের ক্ষেত্রে।
“রহঃ তথা রহমাতুল্লাহি আলাইহি” বিশেষণটি ব্যবহার করা হয় মৃত বুযুর্গ ব্যক্তির ক্ষেত্রে।
“রহিমাঃ তথা রহিমাহুমুল্লাহ বা রহিমাহুল্লাহ” বিশেষণটিও ব্যবহার করা হয় মৃত বুযুর্গ ব্যক্তিদের ক্ষেত্রে।
“হাফিজাঃ হাফিঃ তথা হাফিজাহুল্লাহ” বিশেষণটি ব্যবহার করা হয় জীবিত সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]