প্রশ্ন
কোরবানি কাদের উপর ওয়াজিব করা হয়েছে? পরিবারের পাঁচ জন সদস্য আছে। পিতা কোরবানি করে কিন্তু অবিবাহিতা মেয়ে বেশ ভালো আয় করে। তদপুরি আয়ের টাকা মেয়ে আলাদা জমা রাখে সেক্ষেত্রে এখন পিতা যেখানে কোরবানি করে সেখানে মেয়ের উপর কোরবানি করা আবশ্যক কি না? কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যাকাত যেমন স্বতন্ত্র ইবাদত। তেমনি কুরবানী স্বতন্ত্র ইবাদত।
যাকাত যেমন একজনের আদায়ের দ্বারা আরেকজনের আদায় হয় না। তেমনি কুরবানীও একজন আদায় করলেই বাকীদের আদায় হবে না।
যার উপর কুরবানী আবশ্যক হবে, প্রতিটি ব্যক্তির আলাদাভাবে তা আদায় করতে হবে। হ্যাঁ, একজনের অনুমতিতে আরেকজন আদায় করে দিতে পারে।
তাই পরিবারে বালেগ সন্তানের জন্য যদি নিজস্ব সম্পদ থাকে। যা কুরবানীর নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপরও কুরবানী করা আবশ্যক। বাবার কুরবানী করার দ্বারা সন্তানের ওয়াজিব কুরবানী আদায় হবে না।
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ [٥٣:٣٨
কিতাবে এই আছে যে,কোন ব্যক্তি কারও বোঝা নিজে বহন করবে না। [সূরা নাজম-৩৮}
প্রশ্নোত্তরগুলো পড়ে নিন
১-
এক কুরবানী পরিবারের সবার পক্ষ থেকে হয়ে যায় মর্মে সহীহ মুসলিমে হাদীস আছে?
২
এক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]