প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / শিয়াদের জবাই করা পশু এবং বিধর্মীদের আল্লাহর নামে জবাইকৃত পশু ভক্ষণের হুকুম কী?

শিয়াদের জবাই করা পশু এবং বিধর্মীদের আল্লাহর নামে জবাইকৃত পশু ভক্ষণের হুকুম কী?

প্রশ্ন

السلام عليكم ورحمه الله وبركاته

ভাই আমি জানতে চাচ্ছিলাম, শিয়াদের জবাই করা পশুর গোশত খাওয়া যাবে কি না?
এবং কোন বিধর্মী যদি আল্লাহর নাম নিয়ে পশু জবাই করে তাহলে তার বিধান কি।
جزاكم الله خيرا

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। যে সমস্ত শিয়ারা কাফির তাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া জায়েজ নয়।

যেমন যে শিয়ারা প্রথম তিন খলীফাকে কাফের বলে সেই শিয়ারা কাফের। এছাড়া ইছনা আশারিয়া শিয়া, ইসমাঈলী শিয়া। এরা সব কাফির।

বর্তমানে কাফির শিয়ারাই পৃথিবীতে বেশি। তাই সঠিক তাহকীক ছাড়া শিয়াদের জবাইকৃত পশু খাওয়া থেকে বিরত থাকা উচিত।

যদি কোন সত্যিকার আহলে কিতাব তথা ইহুদী ও খৃষ্টানরা আল্লাহর নাম নিয়ে পশু জবাই করে, তাহলে তার জবাইকৃত পশু খাওয়া যাবে। কিন্তু কোন মুশরিক বিধর্মী যেমন, হিন্দু, বৌদ্ধ, ত্রিত্ববাদে বিশ্বাসী খৃষ্টানরা যদি পশু  জবাই করে আল্লাহর নাম নিয়ে। তবু তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে না।

বর্তমান খৃষ্টান ও ইহুদীরা নামকাওয়াস্তে আহলে কিতাব। কিন্তু তাদের মৌলিকত্ব শিরকে ভরপুর। অধিকাংশতো আল্লাহকে মানেই না। আর বাকিদের বেশিরভাগই শিরকে লিপ্ত। তাই বর্তমান আহলে কিতাবীর জবাইকৃত পশু খাওয়া যাবে না।

عَنِ الْحَسَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، قَالَ: كَتَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَجُوسِ هَجَرَ يَعْرِضُ عَلَيْهِمُ الْإِسْلَامَ , فَمَنْ أَسْلَمَ قَبِلَ مِنْهُ , وَمَنْ أَبَى ضُرِبَتْ عَلَيْهِ الْجِزْيَةُ عَلَى أَنْ لَا تُؤْكَلَ لَهُمْ ذَبِيحَةٌ وَلَا تُنْكَحَ لَهُمُ امْرَأَةٌ (السنن الكبرى للبيهقى، كتاب الضحايا، باب ما جاء فى ذبيحة المجوس-14/221، رقم-18663)

فلا تؤكل ذبيحة أهل الشرك والمرتد، لأنه لا يقر على الدين الذى إنتقل اليه (الفتاوى الهندية، كتاب الذبائح-5/285)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …