প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / ঈদের নামাযের আগে কুরবানী করা মাকরূহ হলেও আদায় হয়ে যায়?

ঈদের নামাযের আগে কুরবানী করা মাকরূহ হলেও আদায় হয়ে যায়?

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেব। আমরা শুনেছি যে, ঈদের নামাযের আগে কুরবানী করা জায়েজ নয়। কিন্তু এক ভাই বলছেন, কোন ব্যক্তি যদি ভুলে ঈদের নামাযের আগে কুরবানী করে ফেলে তাহলে এটি মাকরূহ কাজ হলেও নাকি কুরবানী শুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে আপনার অভিমত জানতে চাই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত ভাইয়ের  কথাটি সঠিক নয়। যে এলাকার মানুষের উপর ঈদের নামায পড়া ওয়াজিব, উক্ত এলাকায় ঈদের নামায শেষ হবার আগে কুরবানী করলে তা আদায় হবে না। বরং যদি উক্ত ব্যক্তির উপর কুরবানী করা ওয়াজিব হয়ে থাকে,তাহলে ঈদের নামাযের পর পুনরায় কুরবানী করা আবশ্যক।

আগেরটি কুরবানী হিসেবে ধর্তব্য হবে না। বরং সাধারণত জবাই বলা হবে।

قال النبى صلى الله عليه وسلم: من ذبح قبل الصلاة فليست تلك الأضحية إنما الأضحية ما ذبح بعد الصلاة (المعجم الأوسط-6/385، رقم-9149)

عن جندب قال: قال صلى الله عليه وسلم يوم النحر، ثم خطب ثم ذبح، فقال: من ذبح قبل أن يصلى، فليذبح أخرى مكانها، ومن ليم يذبح، فليذبح باسم الله (صحيح البخارى، باب كلام الإمام والناس فى خطبة العيد-1/134، رقم-975)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …