প্রচ্ছদ / ঈমান ও আমল / কুরবানীদাতার পশম নাকি কুরবানীর পশুর পশমের সমমানের সওয়াব অর্জিত হয়?

কুরবানীদাতার পশম নাকি কুরবানীর পশুর পশমের সমমানের সওয়াব অর্জিত হয়?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল,উলামাগণের মুখে শুনেছি যে, কুরবানী করলে শরীরের প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকী পাওয়া যায়।

আমার প্রশ্ন হল,এই নেকী কী কুরবানীদাতার শরীরের পশম হিসেবে নাকি কুরবানীর পশুর পশম হিসেবে নেকী হয়?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুরবানীর পশুর প্রতিটি পশম অনুপাতে একটি করে নেকী হয়। কুরবানীদাতার শরীরের পশম অনুপাতে নয়।

عن النبى صلى الله عليه وسلم أنه قال: فى الأضحية لصاحبها بكل شعرة حسنة (سنن الترمذى، كتاب الأضاحى، باب ما جاء فى فضل الأضحية-1/180، رقم-1493، سنن ابن ماجه، باب ثواب الأضحية-2/226، رقم-3127)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …