প্রশ্ন
মিনার তাঁবুতে নামায আদায় করলে ৯ই জিলহজ্ব যোহর ও আছর এক আজানে দুই ইকামতে আদায় করলে কোন সমস্যা আছে কি না?
ইমাম আবু হানীফা রহঃ ছাড়া অন্য সকল ইমাম এবং ইমাম আবু হানীফা রহঃ এর বিখ্যাত বিখ্যাত দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ও অন্য আরেকজন এ মতটাকাকেই নাকি প্রাধান্য দিয়েছেন? অর্থাৎ তাবুতে ৯ই জিলহ্জ যোহর ও আছর একত্রে আদায় করতে হবে।
হজ্ব বিশাল বিষয়। সাধারণ মুসলমান হিসেবে অনেক সুক্ষ্ম বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। যদিও দুই পক্ষে জোড়ালো অবস্থান রয়েছে।
বিশেষ করে ৯ই জিলহজ্ব এর আমল নিয়ে আমরা যেকোন মত অনুযায়ী আমল করতে পারি না? যেমন মক্কা ও মদীনায় গেলে আমরা আসর নামায হানাফী মত ছেড়ে ভিন্নভাবে আমল করি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
দু’টি মত রয়েছে। এক মত অনুসারে তাঁবুতে পড়লে যোহর ও আসর আলাদাভাবে সময়মত পড়বে।
আরেক মতানুসারে দুই যোহর আসর একত্রে পড়া যাবে।
সাধারণতঃ হানাফী উলামায়ে কেরাম প্রথম মতটির উপরই ফাতওয়া প্রদান করে থাকেন। বাকি দ্বিতীয়টির উপরও আমল করার বিষয়টি ভাবা যেতে পারে। [ফাতাওয়া কাসিমিয়া-৭/৩২৮]
তবে সতর্কতা প্রথম মতের উপর আমল করা। মুতাআখখিরীন উলামায়ে কেরামের মত এটাই। তাঁবুতে পূর্ণ নামায আদায় করবে। একসাথে পড়লে আদায় হবে না।
عَنْ إِبْرَاهِيمَ قَالَ: «إِذَا صَلَّيْتَ فِي رَحْلِكَ بِعَرَفَةَ فَصَلِّ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا لِوَقْتِهَا، وَاجْعَلْ لِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا أَذَانًا وَإِقَامَةً»
বিখ্যাত তাবেয়ী হযরত ইবরাহীম রাহ. বলেন, আরাফায় যখন নিজ তাঁবুতে নামায আদায় করবে তখন প্রত্যেক নামায ওয়াক্ত মতো পড়বে এবং প্রত্যেক নামাযের জন্য ভিন্ন ভিন্ন আযান-ইকামত দিবে।-মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ১৪২৩৫।
فى شرائط جواز ا لجمع: الجماعة فيهما، فلو صلاهما أو إحداهما منفردا لم يجز عند ابى حنيفة، والجماعة شرط لازم فى حق غير الإمام فلا تسقط بحال….. عندهما لا يشترط بشيء من الشروط الثلاثة إلإ الإحرام بالحج فى العصر فقط (غنية الناسك، باب مناسك عرفات، فصل فى شرائط جواز الجمع، جديد-151-152، قديم-81)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]