প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / শারীরিক সম্পর্ক ছাড়া তিন তালাক দিলে কি তিন তালাক পতিত হয় না?

শারীরিক সম্পর্ক ছাড়া তিন তালাক দিলে কি তিন তালাক পতিত হয় না?

 

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, বিয়ের পর স্বামীর স্ত্রীর মাঝে কোন প্রকার দেখা সাক্ষাৎ হয়নি। ফোনে কথাবার্তায় মনোমালিন্য হয়। স্বামী রাগ করে বলে যে, আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম।

এখন প্রশ্ন হল, বিয়ের পর সহবাস ছাড়া তিন তালাক দিলে তা পতিত হয় কি?

আমাকে এক ভাই বলেছেন যে, বিয়ের পর সহবাস ছাড়া তিন তালাক দিলে নাকি এক তালাক হয়। তিন তালাক হয় না।

এ ব্যাপারে শরয়ী সমাধান জানতে চাচ্ছি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আসলে সহবাস ছাড়াই স্ত্রীকে তিন তালাক দেবার দুই সুরত। যথা-

১-এক সাথে তিন তালাক প্রদান।

২-ভিন্ন সময়ে বা ভিন্ন শব্দে তিন তালাক।

যদি এক সাথে তিন তালাক প্রদান করা হয়, তাহলে তিন তালাকই পতিত হয়।

আর যদি ভিন্ন সময়ে তিন তালাক দেয়া হয়, বা আলাদা আলাদা শব্দে তিন তালাক দেয়া হয়, তাহলে এক তালাক হবার দ্বারাই স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাই বাকি দুই তালাক পতিত হয় না।

কিন্তু একসাথে প্রদান করলে তা পতিত হয়ে যায়।

যেহেতু প্রশ্নোক্ত সুরতে একসাথে তিন তালাক প্রদান করা হয়েছে, তাই তিন তালাকই পতিত হবে।

إذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ الدُّخُولِ بِهَا وَقَعْنَ عَلَيْهَا فَإِنْ فَرَّقَ الطَّلَاقَ بَانَتْ بِالْأُولَى وَلَمْ تَقَعْ الثَّانِيَةُ وَالثَّالِثَةُ وَذَلِكَ مِثْلُ أَنْ يَقُولَ أَنْتِ طَالِقٌ طَالِقٌ طَالِقٌ (الفتاوى الهندية-1/373، هداية-2/371، رد المحتار-4/512)

قَالَ لِزَوْجَتِهِ غَيْرِ الْمَدْخُولِ بِهَا أَنْتِ طَالِقٌ ثَلَاثًا وَقَعْنَ (وَإِنْ فَرَّقَ) بِوَصْفٍ أَوْ خَبَرٍ أَوْ جُمَلٍ بِعَطْفٍ أَوْ غَيْرِهِ (بَانَتْ بِالْأُولَى) لَا إلَى عِدَّةٍ (وَ) لِذَا (لَمْ تَقَعْ الثَّانِيَةُ) بِخِلَافِ الْمَوْطُوءَةِ حَيْثُ يَقَعُ الْكُلُّ وَعَمَّ التَّفْرِيقُ، (الد المختار مع رد المحتار، كتاب الطلاق غير المدخول بهاب-4/509

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …