প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ত্যাজ্য সম্পদ বন্টনের আগে নেয়া সম্পদ দিয়ে ব্যবসা করলে এর উপার্জন কার অধিকারে থাকবে?

ত্যাজ্য সম্পদ বন্টনের আগে নেয়া সম্পদ দিয়ে ব্যবসা করলে এর উপার্জন কার অধিকারে থাকবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, পিতার মৃত্যুর পর ত্যাজ্য সম্পদ বন্টন হবার আগে, এক ভাই কিছু টাকা নিয়ে আলাদা ব্যবসা শুরু করে। এর থেকে সে অনেক টাকা লাভবান হয়। এখন ত্যাজ্য সম্পদ বন্টনের সময় সেই ভাইয়ের কামাইকৃত অতিরিক্ত সম্পদও কী সবার মাঝে ত্যাজ্য সম্পদ হিসেবে বন্টন করা হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, যে ভাই আলাদাভাবে সম্পদ কামাই করেছে, তা ত্যাজ্য সম্পদ হিসেবে বন্টন হবে না। বাকি সে যে সম্পদ প্রথমে নিয়েছিল, তা ফেরত দিতে হবে এবং কেবল তা’ই ত্যাজ্য সম্পদ হিসেবে সবার মাঝে বন্টিত হবে। এর দ্বারা অর্জিত লাভ শুধু ব্যবসাকারী ভাইয়ের থাকবে।

إذا أخذ أحد الورثة مبلغا من نقود التركة قبل القسمة بدون إذن الآخرين وعمل فيه وخسر كانت الخسارة عليه كما أنه إذا ربح لا يسوغ لبقية الورثة أن يقاسموا الربح (شرح المجلة الأحكام العدلية، رستم-1/610، رقم-1090)

لو تصرف أحد الورثة فى التركة المشتركة وربح فالربح للمتصرف وحده (هندية، الكشركة، الباب السادس فى المتفرقات-2/346

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …