প্রচ্ছদ / কসম ও মান্নত / “আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি ঐ কাজটি করনা” বলার দ্বারা কসম হয় কি?

“আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি ঐ কাজটি করনা” বলার দ্বারা কসম হয় কি?

প্রশ্ন:

 কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে বলে “আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি ঐ কাজটি করনা”এই কথা বলার মাধ্যমে অপর ব্যক্তির জন্য তা কসম বলে সাব্যস্ত হবে কি?

জবাব:

بسم الله الرحمن الرحيم

“আমি তোমাকে আল¬াহর কসম দিচ্ছি তুমি ঐ কাজটি করনা”এই কথা বলার মাধ্যমে অপর ব্যক্তির জন্য তা কসম বলে সাব্যস্ত হবেনা। বরং এই কথাটি একটি অযথা কথা হিসেবে সাব্যস্ত হবে।

فى الفتح القدير- قَالَلِغَيْرِهِوَاَللَّهِلَتَفْعَلَنَّكَذَاوَلَمْيَنْوِشَيْئًافَهُوَحَالِفٌفَإِنْلَمْيَفْعَلْالْمُخَاطَبُحَنِثَوَإِنْأَرَادَبِهِالِاسْتِحْلَافَفَهُوَاسْتِحْلَافٌوَلَاشَيْءَعَلَىوَاحِدٍمِنْهُمَاإذَالَمْيَفْعَلْ (فتحالقديركِتَابُالْأَيْمَانِمَسَائِلُمُتَفَرِّقَةٌ

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতহুল কাদীর-১১/২৮৫

২. ফাতওয়ায়ে শামী-৫/৬৭৫-৬৭৬

৩. আল বাহরুর রায়েক-২/৫৫২

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

স্ত্রীকে ‘তালাক তালাক তালাক’ বললে কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম। হুজুর!  স্বামী স্ত্রী  ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামী তালাক তালাক তালাক …

No comments

  1. আবু সাইদ ইবন মুখতার

    খুব ছোট্ট হলেই এই ব্যাপারটিতে সন্দেহ ছিল যা দূর হয়েছে, আলহামদুলিল্লাহ্‌!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *