প্রচ্ছদ / ক্রয়-বিক্রয় / ছবি সম্বলিত কাপড় বি‌ক্রি করার হুকুম কী?

ছবি সম্বলিত কাপড় বি‌ক্রি করার হুকুম কী?

প্রশ্ন

প্রিয় মুফতী সাহেব, আমার একটি কাপড়ের দোকান আছে। বাচ্চাদের কাপড়ও বিক্রি করি। শিশুদের প্রায় সকল কাপড়েই বিভিন্ন কার্টুন ও ছবি থাকে। এছাড়া বড়দের গেঞ্জিতে নায়ক নায়িকার ছবি থাকে।
আমার প্রশ্ন হল, এসব ছবিওয়ালা কাপড় বিক্রি করা যাবে কি না?

উত্তর
بسم الله الرحمن الرحيم

এসব কাপড় বিক্রি করা মাকরূহ হবে।
যেহেতু এর দ্বারা গোনাহের কাজের সহযোগিতা করা হয়ে থাকে। আর গোনাহের কাজের সহযোগিতা করাও নিষিদ্ধ।
বাকি এসব কাপড় বিক্রির টাকাকে হারাম বলা যাবে না। কারণ, এসব কাপড় বিক্রির দ্বারা মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে কাপড়, ছবি নয়।
তাই ছবি থাকায় কাপড় বিক্রি করা মাকরূহ হলেও এর দ্বারা উপার্জিত অর্থকে হারাম বলা যাবে না। [ফাতাওয়া কাসিমীয়া-১৯/৪৯৬]

وجاز بيع عصير عنب ممن يعلم أنه يتخذه خمرا، لأن المعصية لا تقوم بعينه، بل بعد تغيره، وقيل يكره لإعانته على المعصية (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/560، البحر الرائق، كتاب الكراهية، فصل فى البيع-8/371)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …