প্রশ্ন
কারো মাথার চুল পেকে গেলে, সেই পাকা বা সাদা চুল উপড়ানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحمن
অনেক সময় এমন হয় যে, চুল পাকার বয়স হয়নি, এমনি অল্প বয়সে রোগের কারণে মাথার চুল পেকে গিয়েছে। সেক্ষেত্রে সাদা চুল তোলা বা উপড়িয়ে ফেলা যাবে অথবা কোন ঔষধ ব্যবহার করে তা কালো করা যাবে। কিন্তু যদি বয়সের কারণে চুল পাকে, তাহলে সেই পাকা চুল তোলা বা উপড়ানো যাবে না। তেমনি কোন কালো খেযাব ব্যবহার করে তা কালো রঙে রাঙানো যাবে না। তা মাকরূহে তাহরীমী। তবে তাতে মেহেদী ব্যবহার করে তা লাল-মেহেদী রং করে সৌন্দর্য আনা যাবে। বরং তা উত্তম। রাসূলুল্লাহ (সা.) সাদা চুলে মেহেদী ব্যবহার করাকে পছন্দ করতেন। [আহসানুল ফাতাওয়া, ৮ : ১৮৩]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আলহামদুলিল্লাহ! এই সাইটটিতে শিক্ষা নেয়ার অনেক কিছু আছে!