প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / শীতকালে গোসলের পানি গরম করতে দেরী হলে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

শীতকালে গোসলের পানি গরম করতে দেরী হলে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন

Some night i being impure by wet dream and at time of fajr water is so cold, if i take bath i would fall in cold and fever. Although time is so limited that if i boil water i must miss the salah .In this circumstance can i take only wudu instead of ghusl and pray fajr prayer ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, শুধু অজু করলে আপনার সালাত আদায় হবে না। আপনাকে গোসল করেই সালাত আদায় করতে হবে।

তবে যদি বেশি অসুস্থ্য হবার শংকা হয়, তাহলে তায়াম্মুম করে সালাত পড়তে পারেন।

ঠান্ডা পানি ব্যবহার করলে যদি মারাত্মক পর্যায়ের অসুস্থ্য হবার আশংকা হয়, তখনি কেবল গোসল করার বিধান রহিত হয়। তখন অযু নয় তায়াম্মুম করে নামায নামায আদায় করতে হবে। অজু করলে হবে না। তায়াম্মুমই করতে হবে।

এছাড়া সামান্য কষ্ট বা নরমাল অসুস্থ্য হবার শংকা হলে গোসলের বিধান রহিত হবে না। কষ্ট হলেও গোসল করেই সালাত পড়তে হবে।

وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا [٤:٤٣]

আর (নামাযের কাছে যেও না) ফরয গোসলের আবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও। কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র আর যদি তোমরা অসুস্থ হয়ে থাক কিংবা সফরে থাক অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে,কিন্তু পরে যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল। [সূরা নিসা-৪৩]

أَنَّ عَمْرَو بْنَ العَاصِ: ” أَجْنَبَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ، فَتَيَمَّمَ وَتَلاَ: {وَلاَ تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ “

বর্ণিত আছে যে,এক শীতের রাতে আমর ইবনুল আস (রা) জুনুবী হয়ে পড়লে তায়াম্মুম করলেন। আর (এ প্রসঙ্গে) তিনি এই আয়াত তিলাওয়াত করলেনঃ তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (৮:২৯) [সহীহ বুখারী-১/৪৯]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …