প্রচ্ছদ / প্রশ্নোত্তর / নানার আগে মা মারা গেলে নাতীরা নানা থেকে মিরাছ পাবে?

নানার আগে মা মারা গেলে নাতীরা নানা থেকে মিরাছ পাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
একটা প্রশ্ন ছিলো শায়খ, আমরা মোট ৪ ভাই-বোন,আমাদের আম্মু আমাদের নানা মারা যাওয়ার আগেই মারা গিয়েছিল। এখন সম্পত্তির ক্ষেত্রে আমরা নানার সম্পত্তি পেতে পারবো কি? ইসলামিক শরিয়া অনুযায়ী দয়া করে বলবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

না, পাবেন না। তবে আপনার নানা যদি জীবদ্দশায় সুস্থ্য থাকা অবস্থায় আপনাদের কোন কিছু লিখে দিয়ে থাকে, তাহলে তা আপনাদের হবে। কিন্তু কোন কিছু লিখে না দিয়ে মারা গেলে তা শুধু আপনার বর্তমান মামা ও খালারাই পাবেন। আপনারা পাবেন না।

(بابُ مِيرَاثِ ابنِ الابِنِ إذَا لَمْ يَكُنِ ابنٌ)

أَي: هَذَا بَاب فِي بَيَان إِرْث ابْن ابْن الرجل إِذا لم يكن لَهُ ابْن لصلبه.
وَقَالَ زَيْدٌ: ولَدُ الأبْناءِ بِمَنْزِلَةِ الوَلَدَ إذَا لَمْ يَكُنْ دُونَهُمْ وَلَدٌ ذَكَرٌ ذَكَرُهُمْ كَذَكَرِهِمْ، وأُنْثاهُمْ كأُنْثاهُمْ يَرِثُونَ كَمَا يَرِثُونَ ويَحْجُبُونَ كَما يَحْجُبُونَ، وَلَا يَرِثُ ولَدُ الابِنِ مَعَ الابِنِ.
أَي: قَالَ زيد بن ثَابت الْأنْصَارِيّ … إِلَى آخِره، وَهَذَا الَّذِي قَالَه زيد إِجْمَاع، (عمدة القارى-23/238، احكام القران للجصاص-2/101)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …