প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / মৃত ব্যক্তির অসিয়ত অনুপাতে তার নামে কুরবানীকৃত পশুর গোস্ত খাওয়ার হুকুম কী?

মৃত ব্যক্তির অসিয়ত অনুপাতে তার নামে কুরবানীকৃত পশুর গোস্ত খাওয়ার হুকুম কী?

প্রশ্ন

নাম-তাওহীদুল ইসলাম

বিষয়ঃ কুরবানী

কোনো ব্যাক্তি মৃত্যুর সময় নিজের নামে কোরবানি করার অসিয়ত করে গেলো ৷ সন্তানরা অসিয়ত অনুযায়ি কোরবানি করলো এখন এই গোস্তের হুকুম কি ? এই গোস্ত কি সবাই খেতে পারবে ? হাওলা সহ জানালে খুব উপকৃত হবো ৷ جزاكم الله خيرا

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, ঐ সবাই খেতে পারবে না। বরং উক্ত গোস্ত গরীবদের মাঝে দান করে দিতে হবে। কোন ধনী লোকেরা তা ভক্ষণ করতে পারবে না। [ফাতাওয়া মাহমুদিয়া-২৬/৩৮২]

مَنْ ضَحَّى عَنْ الْمَيِّتِ يَصْنَعُ كَمَا يَصْنَعُ فِي أُضْحِيَّةِ نَفْسِهِ مِنْ التَّصَدُّقِ وَالْأَكْلِ وَالْأَجْرُ لِلْمَيِّتِ وَالْمِلْكُ لِلذَّابِحِ. قَالَ الصَّدْرُ: وَالْمُخْتَارُ أَنَّهُ إنْ بِأَمْرِ الْمَيِّتِ لَا يَأْكُلْ مِنْهَا وَإِلَّا يَأْكُلُ بَزَّازِيَّةٌ، (رد المحتار-9/472، بزازيه على هامش الهندية-6/295، تاتارخانية-17/444، رقم-27771، قاضيخان على هامش الهندية-3/352، البحر الرائق-3/105)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …