প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / রক্ত বন্ধ হবার পর সাদা স্রাব আসার আগে কী নারীরা পবিত্র হয় না?

রক্ত বন্ধ হবার পর সাদা স্রাব আসার আগে কী নারীরা পবিত্র হয় না?

প্রশ্ন

From: নাম প্রকাশে অনিচ্ছুক

বিষয়ঃ হায়েজ

প্রশ্নঃ

আসসালামু আওয়াইকুম।

আমি জানি যে হায়েজ বন্ধ হবার আলামত সাদা স্রাব।

এখন প্রশ্ন হলো –

অনেক সময় ব্লিডিং বন্ধ হবার পরও আবার দেখা দেয় তাই নিশ্চিত ভাবে এর পার্থক্য নিরুপণ করা সম্ভব হয়না।

বস্তুত ,সাদা স্রাব এর দ্বারা নিশ্চিত ধারণা পোষণ করা যায়।

এখন ব্লিডিং বন্ধ হবার পর সাদা স্রাবের জন্য অপেক্ষা করে নামাজ বন্ধ করা যাবে কিনা???

হযরতের নিকট বিস্তর বিশ্লেষণ এবং দ্রত উত্তর দানের অনুরোধ রইলো ,

শুকরিয়া ..

উত্তর:

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সাদা স্রাবের অপেক্ষা করে নামায বন্ধ রাখা যাবে না । বরং যখন স্বাভাবিক অভ্যাস অনুযায়ী ব্লাড বন্ধ হবে (অর্থাৎপ্রতি মাসে যে তারিখে বন্ধ হয়) তখন থেকেই পবিত্র হয়ে নামায পড়া শুরু করবে । তবে সতর্কতার জন্য যেই ওয়াক্তে হায়েজ বন্ধ হবে ঔ ওয়াক্তের নামাযকে শেষ ওয়াক্ত পর্যন্ত বিলম্বিত করবে ।

عن أنس بن مالك رضي الله عنه قال : إذا طهرت في وقت صلاة صلت تلك الصلاة ‘ و لا تصلي غيرها (سنن الدارمي ‘ كتاب الطهارة 1/239 ‘ رقم الحديث 896 )

وفي التاتار خانية – وإن انقطع دمها فيما دون العشرة ………..الى أو كانت معتادة ‘ وانقطع الدم على عادتها ‘ أو فوق عادتها أخرت الغسل إلى آخر الصلاة ‘ فاذا خافت فوت الصلاة اغتسلت وصلت ‘ وإنما أخرت الاغتسال والصلاة احتياطا لاحتمال أن يعاودها الدم في العشرة ‘ وليس في هذا التأخير تفويت الشيء ‘ (الفتاوى التاتار خانية 1/ 482‘ رقم 1295 زكريا )

তথ্য সুত্রঃ

১)সুনানে দারেমী হাদীস নং ৮৯৬

২) সুনানে দারাকুতনি হাদীস নং ৮৫৭

৩) ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮২

৪) ফাতাওয়া শামী ১/৪৮৯-৪৯০

৫) কিতাবুন নাওয়াযেল ৩/১৭১

والله اعلم بالصواب

উত্তর লিখনে

আফজাল হুসাইন ফারুকী

শিক্ষক: তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সত্যায়নে

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক:তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …