প্রশ্ন
হুজুর আমার বউ আমাকে ২ বছর আগে আমাকে না জানিয়ে ২ তালাক দিয়েছে। সে এখন আমার কাছে আসতে চায়, আমি কি তাকে আবার বিয়ে করতে পারব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি আপনার স্ত্রী আপনার দেয়া অধিকার বলে নিজের উপর দুই তালাক পতিত করে থাকে, তাহলে তা পতিত হয়েছে। দুই বছর অতিক্রান্ত হবার ফলে ইদ্দতও শেষ হয়ে গেছে। যেহেতু এখনো এক তালাক বাকি আছে, তাই আপনি উক্ত মহিলাকে আবার নতুন মোহর ধার্য করে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি আর এক তালাকের মালিক থাকবেন।
فى الفتاوى الهندية–إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]