প্রশ্ন
আসসালামু আলাইকুম!
হুজুর! মুনাজাত কি নামাযের অংশ? নামায শেষ করে মুনাজাতের আগে যদি ওজু ভেঙ্গে যায়, তাহলে অজু ছাড়া মুনাজাত করা যাবে?
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ (سنن ابى داود، كتاب الوتر، باب الدُّعَاءِ، رقم الحديث-1481
হযরত নুমান বিন বাশির রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-দুআ হল ইবাদত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৪৮১,
عن أنس بن مالك : عن النبي صلى الله عليه و سلم قال الدعاء مخ العبادة (سنن الترمذى، كتاب الدعوات، باب ما جاء في فضل الدعا، رقم الحيث-3371
হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-দুআ হল ইবাদতের মগজ। (সুনানে তিরমিযী, হাদীস নং-৩৩৭১}
দুআ একটি আলাদা ইবাদত। এর সাথে নামাযের কোন সম্পর্ক নেই। তবে হাদীসে এসেছে যে, ফরজ নামাযের পর দুআ করা উত্তম। সেই সাথে দুআ কবুল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।
রাসূল সাঃ ফরয নামাযের পর দুআ করতেন-اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ ، وَمِنْك السَّلاَمُ ، تَبَارَكْت يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
[আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম] এবং হযরত ইবনে ওমর রাঃ এবং আব্দুল্লাহ বিন আমর রাঃ ও এরকম দুআ করতেন। {মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩১১২}
এছাড়া রাসূল সাঃ বিভিন্ন শব্দে নামাযের পর দুআ করতেন-(মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩১১৩, ৩১১৭}
عن أبي أمامة قال : قيل لرسول الله صلى الله عليه و سلم أي الدعاء أسمع ؟ قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات (سنن الترمذى، كتاب الدعوات، رقم الحديث-3499
অনুবাদ-হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ কে জিজ্ঞেস করা হল-কোন দুআটি অধিক কবুল হয়? তিনি বললেন-যে দুআ শেষ রাতে ও ফরয নামাযের পর করা হয়। {সুনানে তিরমিযী, হাদীস নং-৩৪৯৯, সুনানে নাসায়ী, হাদীস নং-৯৯৩৬, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৯৪৮}
উপরোক্ত হাদীস দ্বারা বুঝা গেল যে, ফরয নামাযের পর দুআ করা উত্তম। সেই সাথে কবুল হবার নিশ্চয়তা রয়েছে। তাই ফরয নামাযের পর দুআ করা উত্তম।
কিন্তু এ দুআ নামাযের অংশ নয়। যদি কেউ নামাযের অংশ মনে করে তাহলে তা সুষ্পষ্টরূপে বিদআত হবে। এতে কোন সন্দেহ নেই।
দুআ করার জন্য অযু থাকা শর্ত নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।