প্রশ্ন:
দুআ কোন ধরণের ইবাদত? দুআ নাকি ইবাদতের মগজ। কিছু লোক তা’ই শুধু দুআই করে থাকে। নামায-রোযা করে না। তাদের কাজটি ঠিক?
জবাব:
بسم الله الرحمن الرحيم
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ (سنن ابى داود، كتاب الوتر، باب الدُّعَاءِ، رقم الحديث-1481
হযরত নুমান বিন বাশির রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-দুআ হল ইবাদত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৪৮১,
عن أنس بن مالك : عن النبي صلى الله عليه و سلم قال الدعاء مخ العبادة (سنن الترمذى، كتاب الدعوات، باب ما جاء في فضل الدعا، رقم الحيث-3371
হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-দুআ হল ইবাদতের মগজ। (সুনানে তিরমিযী, হাদীস নং-৩৩৭১}
দুআ একটি ইবাদত। হাদীসের ভাষ্য অনুযায়ী ইবাদতের মগজ তাও ঠিক আছে। কিন্তু এর মানে এটাই একমাত্র ইবাদত নয়। সেই সাথে কোন আবশ্যকীয় ইবাদত নয়। যে ইবাদত না করলে শাস্তির কথা আছে সেগুলো আবশ্যকীয় ইবাদত। যেমন-নামায-রোযা, হজ্ব, জাকাত ইত্যাদি। এমন যত ইবাদত আছে সেগুলো পালন করা আবশ্যক। না করলে শাস্তি হবে। পক্ষান্তরে দুআ এমন ইবাদত নয় যে, তা পালন না করলে শাস্তি হবে। তাই দুআকে অন্য ইবাদতের উপর প্রাধান্য দেয়ার কোন যৌক্তিকতা নেই। {ফাতওয়ায়ে উসমানী-১/২৮৯}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।