প্রশ্ন
Name: Mohammad Wasif
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব সম্পর্কে আমরা কোন মন্তব্য করতে চাই না। তিনি মর্মান্তিক রোড এক্সিডেন্টে মারা গেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। তবে তাকে পুরোপুরি হানাফী মাযহাবের অনুসারী বলা অন্যায় হবে। তিনি অনেকটাই স্বাধীনচেতা ছিলেন। তবে তার মাঝে দ্বীনী দরদ ছিল। অন্যান্য লা-মাযহাবীদের মত বেপরোয়া ও বেআদব তিনি ছিলেন না। তিনি তার সাধ্যানুপাতে অনেক দ্বীনী খিদমাত করেছেন।
বাকি স্বাধীনচেতা মনোভাবের কারণে তিনি বেশ কিছু শাজ ও বিচ্ছিন্ন ফাতওয়াও প্রদান করেছেন। এর মাঝে একটি হল, মাতৃভাষায় খুতবা প্রদান করা।
আমরা ইতোপূর্বেই আমাদের সাইটে এ বিষয়ক দু’টি দালিলীক লেখা প্রকাশ করেছি। উক্ত দু’টি লেখা পড়লে আশা করি মাতৃভাষায় খুতবাদানের মাসআলাটি পুরোপুরি বুঝে আসবে ইনশাআল্লাহ।
১
স্থানীয় ভাষায় খুৎবা প্রদানঃ একটি দালীলিক পর্যালোচনা
২
আরবী ছাড়া অন্য ভাষায় জুমআর খুতবা দেয়া বিদআত
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]