প্রশ্ন
মৃত ব্যক্তির জন্য সত্তর হাজার বার কালেমা তাইয়্যিবা পড়ে রুহের মাগফিরাতের জন্য হাদিয়া/ বখশিয়া দিতে দেখা যায়! এসম্পর্কে কুরআন সুন্নাহ মোতাবেক জানালে উপকৃত হতাম
রবিউল ইসলাম
রমেক
রংপুর
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৃত ব্যক্তির জন্য কুরআন পড়ে বা জিকির করে সওয়াব পাঠানো যায়। যা কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত।
কিন্তু সত্তর হাজার বার কালিমা পড়তে হবে ঈসালে সওয়াবের জন্য এমন কোন কথা কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত নয়। এটি কেবলি বুযুর্গানে দ্বীনের অভিজ্ঞতালব্ধ একটি বিষয়। যেটিকে সুন্নত মনে করলে বিদআত হবে। কিন্তু এমনিতে অভিজ্ঞতালব্ধ বলে আমল করা যেতে পারে।
উল্লেখ্য যে, মাইয়্যেতের ঈসালে সওয়াবের জন্য হাদীসে নির্দেশিত আমল করাই শ্রেয়। এরূপ একটি আমল নিম্নে উল্লেখ করা হলো-
হযরত মা‘কিল বিন ইয়াছার রা.থেকে বর্ণিত,তিনি বলেন রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন
তোমরা তোমাদের মৃতদের উদ্দেশ্যে সূরা ইয়াসীন পড়।(আহমদ,আবু দাউদ,ইবনে মাজাহ,ইবনে হিব্বান,হাকেম)
وأجمعوا على أن الاستغفار والدعاء والصدقة والحج والعتق تنفع الميت، ويصل ثوابه إليه ، وقراءة القران عند القبر مستحبة .(رحمة الأمة فى اختلاف الأئمة
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]