প্রচ্ছদ / কিতাব/বই ও লেখক পরিচিতি / “ফাযায়েলে আমাল ও উলামায়ে দেওবন্দঃ উপত্তি ও খণ্ডন” শিরোনামের বইটি বের হয়েছে! বিশ্ব ইজতিমায় পাওয়া যাচ্ছে!

“ফাযায়েলে আমাল ও উলামায়ে দেওবন্দঃ উপত্তি ও খণ্ডন” শিরোনামের বইটি বের হয়েছে! বিশ্ব ইজতিমায় পাওয়া যাচ্ছে!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের আহলে হক মিডিয়া সাইটে প্রকাশিত ফাযায়েলে আমাল ও উলামায়ে দেওবন্দ বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তর একত্রিত করে একটি বই বের করার অনুরোধ করে আসছিলেন অনেকেই। বিশেষ করে অষ্ট্রেলিয়া ও দুবাই প্রবাসী কিছু ভাইয়ের আন্তরিক ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। অবশেষে অষ্ট্রেলিয়ার কিছু দ্বীনী ভাইয়ের সহযোগীতায় প্রকাশের মুখ দেখেছে কাংখিত বইটি।

বইটির বৈশিষ্ট্যাবলী
১। তাবলীগ জামাত সম্পর্কিত বিভিন্ন সংশয় ও অভিযোগের তথ্যবহুল জবাব।
২। ফাযায়েলে আমালে উদ্ধৃত অভিযুক্ত ঘটনার সূত্র উল্লেখ ও তাহকীক।
৩। মূল গ্রন্থের ইবারত ও প্রয়োজনে স্ক্রীণ শর্ট সংযোজন।
৪। ফাযায়েল সম্পর্কিত প্রচলিত বিভিন্ন হাদীসের তাখরীজ ও তাহকীক।
৫। প্রশ্নোত্তর আকারে অভিযোগ উত্থাপন ও জবাব প্রদান পদ্ধতিতে সাজানো।
৬। আকাবিরে দেওবন্দের উপর উত্থাপিত বিভিন্ন অভিযোগের তাহকীকী জবাব।

সংকলক
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালকঃ তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রকাশনায়ঃ আহলে হক মিডিয়া প্রকাশনা বিভাগ।

প্রাপ্তিস্থানঃ
রাহনুমা প্রকাশনী।
ইসলামী টাওয়ার, দোকান ৩২/এ, আন্ডারগ্রাউন্ড, বাংলাবাজার, ঢাকা।
মোবাইলঃ ০১৭৬২৫৯৩৩৪৯, ০১৯৭২৫৯৩৩৪৯,
ইজতিমা মাঠেঃ রাহনুমা প্রকাশনীর স্টল।
তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, পশ্চিম রামপুরা ঢাকা।
প্রয়োজনেঃ ০১৭৮৯৪৮২৫৮৫।

0Shares

আরও জানুন

হাদীস সংরক্ষণে নবীজী সাঃ কোন উদ্যোগ গ্রহণ করেননি? হাদীস লিখতে কেন নিষেধ করা হয়েছিল?

লুৎফুর রহমান ফরায়েজী বর্তমান যুগে কতিপয় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মাঝে মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বিকারকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *