প্রশ্ন
আসসালামু আলাইকুম
সম্মানিত মুফতি সাহেব!
পাগড়ী পরার ফযিলত সম্পর্কে কোন সহিহ হাদিস বা হাসান হাদিস আছে কি?
না কোন হাদিসই নাই ৷
আর পাগড়ী পরা কি সুন্নত নয়?
দলিল সহ বিস্তারিত জানালে খুশী হব ৷
ফুয়াদ আসলাম
বিশ্বনাথ , সিলেট ৷
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحمن
পাগড়ী পরিধান করা সুন্নত। এটি পোশাকের সুন্নত। অসংখ্য বিশুদ্ধ হাদীস দ্বারা তা প্রমাণিত। সুন্নত আদায়ের যে সওয়াব রয়েছে। পাগড়ী সুন্নত মনে করে পরিধান করলে সেই সওয়াব হবে।
জাবির রা. বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) প্রবেশ করলেন। তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিল।-সহীহ মুসলিম, হাদীস : ১৩৫৮
মুগীরা ইবনে শুবা রা. বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসাহ করলেন।-সহীহ মুসলিম, হাদীস : ৮১
তাঁর পাগড়ি পরিধান সংক্রান্ত এ ধরনের আরো অনেক বর্ণনা হাদীসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।
সাহাবা, তাবেয়ীগণও নামাযে এবং নামাযের বাইরে বিভিন্ন সময় ব্যাপকভাবে পাগড়ি ব্যবহার করতেন। দ্রষ্টব্য : সহীহ বুখারী ১/৫৬
সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ রাহ. বলেন, আমি মুহাজির সাহাবীগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি।-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৫৪৮৯
আবদুল্লাহ ইবনে উমর রা. সম্পর্কে বর্ণিত আছে, তিনি মক্কা মুকাররমার উদ্দেশে বের হলে সঙ্গে পাগড়ি নিতেন এবং তা পরিধান করতেন।-সহীহ মুসলিম, হাদীস : ২৫৫২
আবু উবাইদ রাহ. বলেছেন, আমি আতা ইবনে ইয়াযিদকে পাগড়ি পরিহিত অবস্থায় নামায পড়তে দেখেছি।-মুসনাদে আহমদ, হাদীস : ১১৭৮০
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]
প্রিয় মুহতারাম মুফতি সাহেব। অনেক চমৎকার বলেছেন।জাযাকাল্লাহ
মাশাল্লাহ চমৎকার ভাবে উত্তর গুলো দিয়েছেন হযরাতুল আল্লাম
মাশাআল্লাহ্