প্রশ্ন
আসসালামু আলাইকুম,
বর্তমানে জাপানে আছি। এবং জাপানি ভাষা রপ্ত করা আমার জন্য খুবই জরুরি। এর জন্য আমাকে ক্লাস করতে হবে যেখানে পুরুষ শিক্ষক এবং ছাত্ররাও থাকতে পারে। এমতাবস্থায় নিকাব সহ পর্দা রক্ষা করে যদি ক্লাস করি তবে কি গুনাহ হবে? শরীয়তে এর বিধান কি? যথাসম্ভব দ্রুত উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন। আল্লাহ আপনাদের ভাল করুন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পর্দা পূর্ণভাবে রক্ষা করে ক্লাস করাতে, শিক্ষা গ্রহণ করাতে কোন সমস্যা নেই।
قَالَ فِي تَبْيِينِ الْمَحَارِمِ: وَأَمَّا فَرْضُ الْكِفَايَةِ مِنْ الْعِلْمِ، فَهُوَ كُلُّ عِلْمٍ لَا يُسْتَغْنَى عَنْهُ فِي قِوَامِ أُمُورِ الدُّنْيَا كَالطِّبِّ وَالْحِسَابِ وَالنَّحْوِ وَاللُّغَةِ وَالْكَلَامِ (رد المحتار، مقدمة-1/42)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]