প্রশ্ন
কুরবানীর পশুর গোস্ত বন্টন করার পদ্ধতি কি? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
কুরবানীর গোস্ত নিজে খাবে। আত্মীয়দের দিবে। গরীব মিসকিনদের হাদিয়া দিবে। তবে উত্তম হল, গোস্তকে তিন ভাগে ভাগ করে একভাগ নিজেদের জন্য, একভাগ আত্মীয়দের জন্য আর একভাগ গরীবদের জন্য দান করে দিবে। তবে যদি তিন ভাগ না করে পুরোটাই নিজের জন্য রেখে দেয় এটিও জায়েজ আছে।
وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقْرِبَائِهِ وَأَصْدِقَائِهِ وَيَدَّخِرَ الثُّلُثَ؛ وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْهَا، وَلَوْ حَبَسَ الْكُلَّ لِنَفْسِهِ جَازَ لِأَنَّ الْقُرْبَةَ فِي الْإِرَاقَةِ وَالتَّصَدُّقِ بِاللَّحْمِ تَطَوُّعٌ (رد المحتار، كتاب الاضحية، 6/328)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।