প্রশ্ন
From: মো রোমান আহমেদ
বিষয়ঃ তারাবীহ
প্রশ্নঃ
তারাবীহ নামাজ কী ৮ রাকায়াত পড়া যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
তারাবীহ শব্দটির মানে জানলে উক্ত প্রশ্ন আপনি করতেন না। কারণ, তারাবীহ শব্দটি হল বহুবচন। যার এক বচন হল, “তারবিহা”। যার অর্থ হল, রমজান মাসের ইশার সময় প্রতি চার রাকাত পরের আরাম করাকে। [ফাতহুল বারী-৪/৩৮২]
তো প্রতি চার রাকাত পর আরাম করাকে বলা হয়, “তারবিহা”। আর তারাবীহ যেহেতু বহুবচন তাহলে এর অর্থ হল, যদি তিন বা ততোধিকবার চার রাকাত পড়ে আরাম যে নামাযে করা হয়, সেটিকে তারাবীহ বলা হয়।
তো যারা আট রাকাত পড়ে থাকেন, তারাতো তাদের আট রাকাতের মাঝে চার রাকাত পড়ে আরাম করে মূলত একবার। তো যারা আট রাকাত নামায পড়ে থাকেন, তাদের নামাযের নাম হবে “তারবিহা” তারাবীহ তথা চার রাকাত পড়ে বহুবার আরাম করাওয়ালা নামায তাদেরটা হয় না।
তাই আট রাকাত যারা পড়েন, তাদের নামাযতো তারাবীহ নামাযই নয়। বরং এটি অন্য কোন নামায।
যেমন আমাদের উক্ত বন্ধুরা বলে থাকেন, তারাবীহ আর তাহাজ্জুদ নামায একই নামায। রমজানে পড়লে এর নাম তারাবীহ। আর রমজান ছাড়া পড়লে হয় তাহাজ্জুদ।
দেখুন
১
শায়েখ আসাদুল্লাহ গালিব তার রচিত নামায বইয়ে লিখেছে “রাত্রির বিশেষ নফল ছালাত তারাবী ও তাহাজ্জুদ নামে পরিচিত। রমযানে এশার পর প্রথম রাতে পড়লে তাকে তারাবীহ আর রমযান অন্যান্য সময়ে শেষ রাতে পড়লে তাকে তাহাজ্জুদ বলে। {ছালাতুর রাসূল [সা]-১৭১}
২
গায়রে মুকাল্লিদ তার রচিত বইয়ে লিখেছে “তাহাজ্জুদ ও তারাবী একই নামায। এর সময় ইশার পর হতে ফজরের শেষ পূর্ব পর্যন্ত। এটা রমজান মাসে তারাবী ও অন্য মাসে তাহাজ্জুদ নামে পরিচিত। এর নিয়ম ও দুআ একই। {সহীহ নামায ও মাসনূন দুআ শিক্ষা-১০৪}
তাহলে কী দাড়াল? আট রাকাত যারা পড়েন, তারা মূলত তারাবীহ নামায পড়েন না। তারা পড়ে থাকেন, তাহাজ্জুদ নামায। আমাদের দেশের সরলপ্রাণ মানুষকে ধোঁকা দেবার জন্য তারাবীহ শব্দটি বলে থাকেন।
আসলে তারাবীহ শব্দটি আট রাকাতের সাথে সম্পৃক্ত হতেই পারে না।
তাছাড়া তাদের নিজেদের দাবী অনুপাতে তারা পড়ে থাকেন তাহাজ্জুদ নামায। কিন্তু সরল মুসলিমদের ধোকা দিতে বলে থাকেন তারাবীহ পড়ছেন।
আশা করি আপনার কাছে পরিস্কার হয়ে গেছে যে, তারবাীহ নামাযের কোন সম্পর্ক আট রাকাতের সাথে নেই। বরং বিশ রাকাতের সাথে।
তাই আট রাকাত পড়লে সেটি তারাবীহ নামায হবে না। বরং তাহাজ্জুদ নামায বা সাধারণ নফল নামায হবে। আর এ আট রাকাতকে তারাবীহ বলা ধোঁকাবাজী, বরং এর নাম হবে “তারবিহা” বা তাহাজ্জুদ। তারাবীহ কিছুতেই নয়।
তারাবীহ সংক্রান্ত আরো জানতে হলে দেখুন-
তারাবীহ বিষয়ে আহলে সুন্নাহ বনাম আহলে হাদীস বাহাস
আরো দেখুন
১
প্রসঙ্গ তারাবীহ নামাযঃ একটি দলীলভিত্তিক পর্যালোচনা
২
সহীহ হাদীসের আলোকে তারাবীহ নামায বিশ রাকাত [ভিডিও]
৩
ছালাত বিষয়ে মুযাফফর বিন মুহসিনের জালিয়াতি [পর্ব-১]
৪
৫
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবীহ পড়তেন?
৬
খুলাফায়ে রাশেদীন কত রাকাত তারাবীহ পড়েছেন?
৭
শায়েখ ইবনে তাইমিয়া ও আরব আলেমদের দৃষ্টিতে তারাবীহ নামায কত রাকাত?
৮
তারাবীহ নামায আট রাকাত না বিশ রাকাত?
৯
তারাবী তাহাজ্জুদ এক নামায নয়ঃ এক বলা তরাবীহ অস্বিকারের নিফাকী পদ্ধতি [ভিডিও]
১০
তারাবীহ তাহাজ্জুদ এক নামায নয় [প্রবন্ধ]
১০
তাওহীদ পাবলিকেশন্সের বুখারী অনুবাদে তারাবী বিষয়ে নজীরবিহীন জালিয়াতি
১১
শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের অবিশ্বাস্য জালিয়াতি
১২
ইফতারের পূর্ব মুহুর্তের দুআঃ এক মিনিট ১৬ সেকেন্ডে মুযাফফর বিন মুহসিনের ১০টি ভুল তথ্য প্রদান!
১৩
১৪
তারাবীহ নামায আট রাকাত না বিশ রাকাত? বয়ান-১বয়ান-২
১৫
তারাবীহ নামায আট রাকাত দাবিদারদের স্বপক্ষে কোন দলীল নেই! [ভিডিও]
১৬
তারবাীহ পড়িয়ে টাকা নেয়ার বিধান
১৭
আট রাকাত তারাবীহ প্রমাণে শায়েখ মুরাদ বিন আমজাদের নজীরবিহীন জালিয়াতি
১৮
বুখারী থেকে তারাবী অধ্যায় উলামায়ে দেওবন্দ উঠিয়ে দিয়েছেন?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]