প্রচ্ছদ / খাদ্য-দ্রব্য / গুই সাপ খাওয়া জায়েজ?

গুই সাপ খাওয়া জায়েজ?

প্রশ্ন

আমার নাম  সাইফুল ইসলাম ।

হুজুর ! গুই সাপ খাওয়া কি হালাল না হারাম ? জানালে উপকৃত হব ।

বাড়ি , দিনাজপুর জেলা, বীরগঞ্জ থানা ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

গুই সাপ খাওয়া মাকরূহে তাহরিমী।

عن عائشة رضي الله تعالى عنهما أن النبي صلىالله عليه وسلم أهدى له ضب فلم يأكله فقام عليهم سائل فأرادت عائشةرضي الله تعالى عنها أن تعطيه فقال لها النبي صلى الله عليه وسلمأتعطينه ما لا تأكلين

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূল সাঃ এর কাছে একটি গুইসাপ হাদিয়া স্বরূপ পাঠানো হল। নবীজী সাঃ সেটি খেলেন না। তখন একটি ভিক্ষুক আসে। হযরত আয়শা রাঃ তখন সেটি ভিক্ষুককে দিয়ে দিতে চাইলেন। রাসূল সাঃ তখন বললেনঃ তুমি কি তাকে এমন জিনিস দিবে যা তুমি নিজে খাও না? {তাহাবী শরীফ, হাদীস নং-২০১}


والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *