প্রচ্ছদ / আহলে হাদীস / নামাযে রফউল ইয়াদাইন না করলে নামায হবে না?

নামাযে রফউল ইয়াদাইন না করলে নামায হবে না?

প্রশ্ন

Assalamu alai kum
Janab ami apnader kachhe rafeyi yadin somporke sothik tathya jante chai aneke bukhari sorif er hadis teke abong anaannya kitaber uddhriti diye lekhe je ata kora joruri . ami eta korini tobe ki amar namaz hobe na?khub tara tari janale bhalo hobe ei email addresse.( gulam kazi.mumbai India)

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নামাযে রফউল ইয়াদাইন না করলে নামায হবে না কথাটি সম্পূর্ণ ভুল বক্তব্য। যারা বলেন, তারা সাহাবায়ে কেরামের নামায হয়নি বলে অভিযোগ উত্থাপন করছেন। কারণ প্রচুর সাহাবায়ে কেরাম রুকুতে যেতে আসতে রফউল ইয়াদাইন করতেন না।

এ বিষয়ে আমাদের সাইটে বেশ কিছু লেখা ও ভিডিও প্রকাশ পেয়েছে। দয়া করে কোন বিষয়ে প্রশ্ন করার আগে সাইটে তালাশ করে দেখুন আপনার কাংখিত বিষয়টির জবাব আগে থেকেই আছে কি না?

প্রথমে সাইটের উপরের দিকে সার্চ বক্সে আপনার কাংখিত বিষয়ের কয়েকটি শব্দ লিখে সার্চ দিন। ইনশাআল্লাহ এ বিষয়ে লেখা থাকলে তা চলে আসবে।

কিংবা বিষয়বস্তু হিসেবে পড়ুন, ক্যাটাগরি থেকে আপনার কাংখিত প্রশ্নের উত্তরগুলো খুজে নিন।

রফয়ে ইয়াদাইন বিষয়ে বেশ কিছু লেখা ভিডিও আছে। এর মাঝে কয়েকটি দেয়া হল, আশা করি এ কয়টি পড়লে ও দেখলে বিষয়টি আপনার কাছে পরিস্কার হবে ইনশাআল্লাহ।

রফয়ে ইয়াদাইন তথা রুকুতে যেতে আসতে হাত উঠানো বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী [পর্ব-১]

রফয়ে ইয়াদাইন তথা রুকুতে যেতে আসতে হাত উঠানো বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী [পর্ব-২]

রফয়ে ইয়াদাইন তথা রুকুতে যেতে আসতে হাত উঠানো বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী [শেষ পর্ব]

তরকে রফউল ইয়াদাইনের প্রমাণ পবিত্র কুরআনের আলোকে এবং কথিত আহলে হাদীসদের অদ্ভুত হালাত

নামাযে রফউল ইয়াদাইন করার হাকীকত ও রফউল ইয়াদাইন করতে রাসূল সাঃ এর পরিস্কার নিষেধাজ্ঞা

ছালাতে রফউল ইয়াদাইন বিষয়ে শায়েখ আসাদুল্লাহ গালিব সাহেবের প্রতারণার পোষ্টমর্টেম

তাকবীরহীন রফয়ে ইয়াদাইন বেয়াড়া ঘোড়ার লেজ উত্তোলনের মত নয় কি?

নবীজী সাঃ সারা জীবন রফয়ে ইয়াদাইন করেছেন? একটি ধোঁকাবাজী বক্তব্যের জবাব

ছলাতে রফউল ইয়াদাইন বিষয়ে লা-মাযহাবী শায়েখ আব্দুর রকীব বুখারীর ধোঁকার জবাব 

জাযাকুমুল্লাহ।

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *