প্রচ্ছদ / কসম ও মান্নত / নাবালেগ অবস্থার মান্নত কি বালেগ হবার পর আদায় করা আবশ্যক?

নাবালেগ অবস্থার মান্নত কি বালেগ হবার পর আদায় করা আবশ্যক?

প্রশ্ন

নাবালেগ অবস্থায় রোযা রাখার মান্নত করেছিল, এখন বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হবার পর তা আদায় করা আবশ্যক কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

নাবালেগ ব্যক্তি মান্নত করলে তা মান্নতই হয় না। তাই তা যেমন নাবালেগ অবস্থায় পূর্ণ করা জরুরী নয়, তেমনি প্রাপ্ত বয়স্ক হবার পরও তা পূর্ণ করা জরুরী নয়।

عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يَعْقِلَ (مسند احمد، رقم الحديث-24703)

أَمَّا الَّذِي يَتَعَلَّقُ بِالنَّاذِرِ فَشَرَائِطُ الْأَهْلِيَّةِ:.

(مِنْهَا) الْعَقْلُ.

(وَمِنْهَا) الْبُلُوغُ، فَلَا يَصِحُّ نَذْرُ الْمَجْنُونِ وَالصَّبِيِّ الَّذِي لَا يَعْقِلُ، لِأَنَّ حُكْمَ النَّذْرِ وُجُوبُ الْمَنْذُورِ بِهِ، وَهُمَا لَيْسَا مِنْ أَهْلِ الْوُجُوبِ، وَكَذَا الصَّبِيُّ الْعَاقِلُ؛ لِأَنَّهُ لَيْسَ مِنْ أَهْلِ وُجُوبِ الشَّرَائِعِ، أَلَا تَرَى أَنَّهُ لَا يَجِبُ عَلَيْهِمَا شَيْءٌ مِنْ الشَّرَائِعِ بِإِيجَابِ الشَّرْعِ ابْتِدَاءً؟ فَكَذَا بِالنَّذْرِ، (بدائع الصنائع-5/81)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

হজ্জ অবস্থায় রক্ত দেয়ার হুকুম কী?

প্রশ্ন মাননীয় মুফতী সাহেব, হজ্জরত অবস্থায় রক্তদান করলে হুকুম কি? কোন জরিমানা আসবে কিনা? দলিল …