প্রশ্ন
Question: I am from Bangladesh and working in SAMSUNG ELECTRONICS, Korean Company. Company is providing LIFE insurance and we know insurance company is not following Islamic practice. Can we take the facilities from the company with below conditions?
1. By default company is opening insurance for each individual employee
2. Total terms and condition between SAMSUNG and insurance company
3. Office will not deduct any amount from employees
4. All the premium will be paid by SAMSUNG
5. Only employee injured or death if the family (nominee) claim then insurance company will provide cheque to SAMSUNG and SAMSUNG will hand over the cheque to nominee
6. Employee can get the money only if claimed
7. We could say this is a facility from SAMSUNG
Wassalam,
Md. Shaiful Islam
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি শর্তসমূহ তা’ই হয়, যা উপরে বর্ণিত হয়েছে। তাহলে উক্ত ইনস্যুরেন্স সুবিধা আপনার গ্রহণ করা জায়েজ আছে। কোন সমস্যা নেই। কারণ এটি আপনার জন্য কোম্পানী কর্তৃক একটি সুবিধা হিসেবে গণ্য হবে। এতে আপনার কোন চুক্তিবদ্ধতা বা দায়বদ্ধতা নেই।
তাই এটিকে কোম্পানীর পক্ষ থেকে প্রদত্ব অফিস কর্মকর্তাদের জন্য হাদিয়া হিসেবে গণ্য হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَهادُوا تَحابُوا)
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তোমরা পরস্পর হাদিয়া দাও ও পরস্পর ভালবাসার সম্পর্ক রাখো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৫৯৪}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।