প্রশ্ন
From: Anamul Hoque
Country : saudiarab
Mobile :
Message Body:
আসসালামুআলাইকুম।
১লাখ ২৪হাজার মতান্তরে ২লাখ ২৪হাজার নবী আঃ যে আমরা শুনি কিংবা বলি তাকতটুকু সঠিক কিংবা কোন ভিত্তিতে লেখা হয়? জানালে কৃতজ্ঞ থাকবো।
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৌলিকভাবে বলা উচিত যে, আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিলেন মর্মে ঈমান আনা আবশ্যক। কুরআন ও হাদীসে অনেক নবী রাসূলগণের নাম এসেছে। তবে অধিকাংশের নাম আসেনি।
কিছু বর্ণনায় এক লাখ চব্বিশ হাজার আম্বিয়া এসেছেন বলে পাওয়া যায়।
20927- مائة ألف وأربعة وعشرون ألفا الرسل من ذلك ثلاثمائة وخمسة عشر جما غفيرا (أحمد ، وابن حبان ، والطبرانى ، والحاكم ، وابن مردويه ، والبيهقى فى الأسماء عن أبى أمامة قال قلت يا رسول الله كم عدة الأنبياء قال … فذكره)
أخرجه أحمد (5/265 ، رقم 22342) والطبرانى (8/217 رقم 7871) قال الهيمى (8/210) : رجاله رجال الصحيح غير أحمد بن خليد الحلبى ، وهو ثقة . والحاكم (2/288 ، رقم 3039) ، وقال : صحيح على شرط مسلم
অনুবাদ-হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। তিনি রাসূল সাঃ কে প্রশ্ন করেছিলেন-আম্বিয়াগণ কত জন? তখন রাসূল সাঃ বলেন-এক লাখ চব্বিশ হাজার।
জামেউল আহাদীস, হাদীস নং-২০৯২৭,
সহীহ ইবনে হিব্বান-হাদীস নং-৯৪
মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৩৮০
মুসনাদে আহমাদ-৫/২৬৫, হাদীস নং-২২৩৪২
তাবারানী-৮/২১৭, হাদীস নং-৭৮৭১
মেরকাত-১/৫০
শরহে আক্বাইদ-১৩৮
শরহে ফিক্বহে আকবার-৬৮
রাবীদের ক্ষেত্রে মন্তব্য-
# আল্লামা হায়মী রহঃ বলেন এর বর্ণনাকারীগণ সবাই সহীহ আহমাদ বিন খুলাইদ হালবী ছাড়া, তিনি সিকা তথা নির্ভরযোগ্য। {হায়মী-৮/২১০}
# হাকেম রহঃ বলেন-বর্ণনাকারীগণ মুসলিম শরীফের রাবীদের মত সহীহ। {২/২৮৮, নং-৩০৩৯}