প্রশ্ন
From: Anamul Hoque [email protected]
Subject: allah
Country : saudiarab
Mobile :
Message Body:
আসসালামুআলাইকুম,
১। ডঃ জাকির নায়েক বলেন যে,জান্নাতী নারীর জন্য ‘পুরুষ হুর‘ থাকবে আর জান্নাতী পুরুষের জন্য জন্য নারী হুর থাকবে,এটা কতটুকু সহীহ?
২। দুনিয়ার কোন বিবাহিত নারী যদি জান্নাতী হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয় তাহলে সে নারীর কি জান্নাতী ‘হুর(পুরুষ)‘ থাকবে? থাকলে তার সংখ্যা হাদীস অনুযায়ী কত?আবার তার স্বামী যদি কোনসময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয় তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত হবে?হলে ঐ স্ত্রীটির আগের ‘পুরুষ হুর(?)’ দের ব্যপারে ফায়সালা কি?
৩। দুনিয়ার কোন অবিবাহিত নারী যদি জান্নাতী হয় তাহলে সে নারীর কি জান্নাতী হুর(পুরুষ) থাকবে? আর হাদীসের আলোকে তার সংখ্যা কত?
৪। আর একজন জান্নাতি পুরুষের বিবাহিত স্ত্রীও জান্নাতি হলে তার স্ত্রী কি হুরদের সর্দার হয়ে শুধু তার স্বামীকেই পাবে না স্বামীর সাথে সাথে আরো পুরুষ হুর পাবে? পেলে তার সংখ্যা কত?
সম্পূর্ণ কোরান হাদীসের আলোকে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো।
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১ নং এর উত্তর
যে মহিলার বিয়ে হয়নি, তাহলে তার জন্য অনুমতি আছে, সে ইচ্ছে করলে জান্নাতী কোন অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে। আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তাআলা সৃষ্টি করে তার সাথে বিয়ে করিয়ে দিবেন।
ولو ماتت قبل ان تتزوج تخير ايضا ان رضيت بآدمى زوجت منه، وان لم ترض فالله يخلق ذكرا من الحور العين فيزوجها منه الخ- (مجموعة الفتاوى-3/15
২ নং এর উত্তর
জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে জান্নাতী স্ত্রী। আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে তার এখতিয়ার থাকবে, সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতী পুরুষও বিয়ে করতে পারে, অথবা পুরুষ হুরও বিয়ে করতে পারে।
একজন নারী একাধিক হুর পুরুষ পাওয়ার কথা সহীহ সনদে কোথাও বর্ণিত আছে কি না? আমাদের জানা নেই।
৩ ও ৪ নং এর উত্তর
এ দু’টি প্রশ্নের উত্তর আগেই গিয়েছে। মহিলাদের ক্ষেত্রে একাধিক পুরুষ পাওয়ার কথা সহীহ সনদে আমাদের নজরে পরে নি। জাযাকাল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।