প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাসবূক ব্যক্তি মাঝের বৈঠকে বসতেই ইমাম দাড়িয়ে গেলে সে কি ইমামের ইক্তিদা করে দাঁড়াবে না তাশাহুদ পড়বে?

মাসবূক ব্যক্তি মাঝের বৈঠকে বসতেই ইমাম দাড়িয়ে গেলে সে কি ইমামের ইক্তিদা করে দাঁড়াবে না তাশাহুদ পড়বে?

প্রশ্ন

মুফতী সাহেব। আমি গতকাল মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব মাগরিবের নামাযে প্রথম বৈঠকে বসে গেছে। এমতাবস্থায় আমি তাকবীর দিয়ে হাত বেঁধে বৈঠকে বসে তাশাহুদ শুরু করতেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে। তখন আামি দ্বিধাগ্রস্ত হয়ে গেছি। তাশাহুদ পড়বো নাকি ইমামের ইক্তিদা করবো? তখন আমি তাশাহুদ তাড়াতাড়ি শেষ করেই ইমামের সাথে ইক্তিদা করেছি।

এখন আমার প্রশ্ন হল আমার কাজটি ঠিক হল? নাকি ইমামের সাথে ইক্তিদা করাই বিধান ছিল? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার কাজটি সঠিক ছিল। তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে মাকরূহে তাহরীমী হতো। মাসবূক ব্যক্তি প্রথম বৈঠকে শরীক হোক বা শেষ বৈঠকে। উভয় হালাতে তার উপর তাশাহুদ পড়া ওয়াজিব।

كَمَنْ أَدْرَكَ الْإِمَامَ فِي الْقَعْدَةِ الْأُولَى فَقَعَدَ مَعَهُ فَقَامَ الْإِمَامُ قَبْلَ شُرُوعِ الْمَسْبُوقِ فِي التَّشَهُّدِ فَإِنَّهُ يَتَشَهَّدُ تَبَعًا لِتَشَهُّدِ إمَامِهِ (رد المحتار، كتاب الصلاة، باب سجود السهو-2/84-85)

إذَا أَدْرَكَ الْإِمَامَ فِي التَّشَهُّدِ وَقَامَ الْإِمَامُ قَبْلَ أَنْ يُتِمَّ الْمُقْتَدِي أَوْ سَلَّمَ الْإِمَامُ فِي آخِرِ الصَّلَاةِ قَبْلَ أَنْ يُتِمَّ الْمُقْتَدِي التَّشَهُّدَ فَالْمُخْتَارُ أَنْ يُتِمَّ التَّشَهُّدَ. كَذَا فِي الْغِيَاثِيَّةِ (الفتاوى الهندية، كتاب الصلاة، الباب الخامس، الفصل السادس فيما يتابع الامام-1/90)

اذا قام الامام الثالثة قبل ان يفرغ المتقدى من التشهد فان المقتدى يتم التشهد ثم يقوم وكذا لو سلم الامام قبل ان يفرغ المقتدى من التشهد فانه يتم التشهد، الفتاوى الخانية على هامش الهندية-1/96)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *