প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।
১. স্বামী এবং বিবি একসাথে গোসলখানা অথবা একবারে আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করলে কি কোনো গুনা হবে? এবং উত্তেজনা বসত ঐ সব স্থান এ যদি মিলন /সহবাস করে তাহলে কি কোনো গুনা হবে?
২. হাত থেকে বুখারী শরিফ,নেক আমালিয়াত,খাজায়েনে কোরআন ও হাদিস ইত্যাদি বই পরে গেলে কি করণীয়?
প্রশ্নকর্তা- মোঃ শামসুল আরিফিন
মহাখালী, তেজগাঁও, ঢাকা
উত্তর
وعليكم السلامو ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১ নং প্রশ্নের জবাব
প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। সুতরাং তা পরিহার করা উচিত। তবে গোনাহ হবে মর্মে কোন বক্তব্য আমরা পাইনি।
এক হাদিসে এসেছে যে, মুয়াবিয়া বিন হাইদা হতে বর্ণিত। একদা রাসূল সা. বলেছেন যে, তুমি তোমার বিবি ও তোমার দাসী ছাড়া অপরের নিকট হতে তোমার লজ্জাস্থানকে সর্বদা রক্ষা কর (অর্থাৎ ঢেকে রাখবে)। আমি বললাম-“ইয়া রাসূলাল্লাহ! বলুন! যদি কোন ব্যক্তি নির্জনে একাকী থাকে! (তখনও কি তা ঢেকে রাখতে হবে? প্রয়োজন ছাড়া খোলা নিষিদ্ধ?) তিনি বললেন (হ্যাঁ) আল্লাহ তায়ালাকে অধিক লজ্জা করা উচিত। (তিরমিজী শরীফ)
দলিল:
فى سنن الترمذى-حدثنا أحمد بن محمد بن نيزك البغدادي حدثنا الأسود بن عامر حدثنا أبو محياة عن ليث عن نافع عن ابن عمر : أن رسول الله صلى الله عليه و سلم قال إياكم والتعري فإن معكم من لايفارقكم إلا عند الغائط وحين يفضي الرجل إلى أهله فاستحيوهم وأكرموهم (سنن الترمذى، كتاب الأدب، باب ما جاء في الاستتار عند الجماع، رقم الحديث-2800)
وفيه ايضا-حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد حدثنا بهز بن حكيم حدثني أبي عن جدي قال قلت : يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر ؟ قال احفظ عورتك إلا من زوجتك أو مما ملكت يمينك فقال الرجل يكون مع الرجل ؟ قال إن استطعت أن لا يراها أحد فافعل قلت والرجل يكون خاليا قال فالله أحق أن يستحيا منه (سنن الترمذى، كتبا الادب، باب 39 ما جاء في حفظ العور، رقم الحديث-2769)
প্রামান্য গ্রন্থাবলী
১. তিরমিযী শরীফ, হাদিস নং-২৮০০
২. তিরমিযী শরীফ, হাদিস নং-২৭৬৯
৩. মুসনাদে আহমদ-হাদিস নং-২০০৩৪
৪. তাহাবী শরীফ, হাদিস নং-১১৮২
২য় নং প্রশ্নের জবাব
এক্ষেত্রে সম্মানপূর্বক তা যথাস্থানে রেখে দেয়া উচিত। সেই সাথে ভবিষ্যতে এমন কাজ যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com