প্রশ্ন
আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহ্, হযরত
মুফতি সাহেব দাঃবাঃ
আমার প্রশ্ন হল, আমি একজন ডাক্তার। শুধু আমি নই প্রায় সকল ডাক্তারদের বেলায়ই একটি বিষয় কমন। সেটি হল বিভিন্ন ওষুধ কোম্পানীর পক্ষ থেকে আমাদের প্যাড, কলম, কাউকে গাড়ি, হোন্ডাও গিফট হিসেবে প্রদান করা হয়ে থাকে। এর দ্বারা কোম্পানীগুলোর উদ্দেশ্য থাকে, আমরা যেন তাদের কোম্পানীর ঔষধ রোগীদের সাজেষ্ট করি। যাতে করে তাদের প্রচারণা ও বিক্রয় বৃদ্ধি পায়।
আমার প্রশ্ন হল এসব গিফট গ্রহণ আমাদের জন্য জায়েজ কি না? জানালে কৃতজ্ঞ হতাম।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এখানে সূরত দু’টি। যথা যদি শুধুমাত্র কোম্পানীর হাদিয়া পাওয়ায় রোগীর আরোগ্যের দিকে খেয়াল না করে হাদিয়া দেয়া কোম্পানীর ওষুধ লেখে দেয়া হয়, তাহলে এ হাদিয়া ঘুষ হিসেবে সাব্যস্ত হবে। যা পরিস্কার হারাম। এরকম করলে এরকম হাদিয়া গ্রহণ জায়েজ হবে না।
হ্যাঁ, যদি এসব হাদিয়ার প্রতি লক্ষ্য না করে রোগীদের জন্য যে কোম্পানীর ওষুধ উপকারী সেই কোম্পানীর নামই লিখে দেয়া হয়, কোন কোম্পানী হাদিয়া দিল, আর কোম্পানী হাদিয়া দেয়নি, তা খেয়াল করা হয় না। বরং রোগীদের প্রয়োজন ও উপকার অনুপাতে ঔষুধ সাজেষ্ট করা হয়, তাহলে এ হাদিয়া গ্রহণে কোন সমস্যা নেই।
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ ” قَالَ يَزِيدُ: ” لَعْنَةُ اللهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي
হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ঘুষদাতা ও ঘুষগ্রহীতার উপর অভিশাপ করেছেন। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৭৭৮}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।