প্রচ্ছদ / ইলম/জ্ঞান/শব্দার্থ / মিশকাত কিতাবের পূর্ণ নাম এবং সংকলকের নাম কী?

মিশকাত কিতাবের পূর্ণ নাম এবং সংকলকের নাম কী?

প্রশ্ন

মিশকাত শরীফের মূল কিতাবের নাম ও লেখকের নাম কি? দয়া করে একটু বলবেন?

প্রশ্নকর্তা-Md Tanim

উত্তর

মিশকাতুল মাসাবীহ গ্রন্থটির মূল হল ইমাম আবু মুহাম্মদ হুসাইন বিন মাসঈদ আলবাগাবী রহঃ এর “মাসাবীহুস সুন্নাহ”।ইমাম বাগাবী রহঃ এতে প্রচুর হাদীস একত্র করেন। সেই সাথে এসবের হুকুমও লিখে দেন। উক্ত গ্রন্থে তাফসীর ও মাগাজী অধ্যায় ছিল না।

তারপর শুধুমাত্র সাহাবীর নাম উল্লেখ করে এবং তিনটি পার্ট করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ ওয়ালীউদ্দীন আততিবরীজী রহঃ সংকলিত করেন “মিশকাতুল মাসাবীহ” গ্রন্থটি।

তিন পার্টের প্রথম পার্টে বুখারী মুসলিমের বর্ণনা এবং, দ্বিতীয় পার্টে সুনানে আরবাআ তথা আবু দাউদ, নাসায়ী, তিরমিজী এবং ইবনে মাজাহ এর বর্ণনা এবং তৃতীয় পার্টে অন্যান্য হাদীস গ্রন্থের বর্ণনা দিয়ে তিনি পুরো কিতাবকে সাজান।

যে কিতাবটিই মিশকাত কিতাব নামে আমাদের দেশে প্রসিদ্ধ।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

হজ্জ অবস্থায় রক্ত দেয়ার হুকুম কী?

প্রশ্ন মাননীয় মুফতী সাহেব, হজ্জরত অবস্থায় রক্তদান করলে হুকুম কি? কোন জরিমানা আসবে কিনা? দলিল …