প্রশ্ন
এক ব্যক্তি তার ছেলেকে বিয়ে দিল। তারপর উক্ত ব্যক্তি ছেলের শ্বাশুরীকে বিয়ে করল। এখন প্রশ্ন হল এ বিবাহগুলো শুদ্ধ হয়েছে কি না? পিতা ছেলের শ্বাশুরীকে বিবাহ করার কারণে ছেলের বিবাহে কোন সমস্যা হয়েছে কি? পরিস্কার করে জানালে কৃতজ্ঞ হবো।
প্রশ্নকর্তা-নাম প্রকাশে অনিচ্ছুক।
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, এতে কোন সমস্যা হয়নি। উভয়ের বিবাহই শুদ্ধ হয়েছে। কারণ এতে বিবাহ নিষিদ্ধ হবার কোন কারণ পাওয়া যায়নি।
وَقَالَ عَطَاءٌ أُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَوَاتِ الْمَحَارِمِ مِنْ أَقَارِبِكُمْ (احكام القرآن للجصاص، سورة النساء، رقم الآيات-24، باب المهور-2/139
وَلَا بَأْسَ أَنْ يَتَزَوَّجَ الرَّجُلُ امْرَأَةً وَيَتَزَوَّجَ ابْنُهُ أُمَّهَا أَوْ بِنْتَهَا؛ لِأَنَّهُ لَا مَانِعَ، وَقَدْ تَزَوَّجَ مُحَمَّدُ بْنُ الْحَنَفِيَّةِ امْرَأَةً وَزَوَّجَ ابْنَهُ بِنْتَهَا (البحر الرائق، كتاب النكاح، فصل فى المحرمات-3/105، فتح القدير-2/364
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।