প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / আলেম ও সাহাবাগণের মর্যাদা সম্পর্কে বর্ণিত হাদীসের তাহকীক

আলেম ও সাহাবাগণের মর্যাদা সম্পর্কে বর্ণিত হাদীসের তাহকীক

প্রশ্ন

এরকম কি কোন হাদিস আছে যে,
একঃ- আলেমদের সম্মান করা মানে সাহাবাদের সম্মান করা আর সাহাবাদের সম্মান
করা মানে আমাকে [নবি সাঃ] সম্মান করা ।

দুইঃ- আলেমদের সম্মান করা মানে আমাকে[নবি সাঃ]সম্মান করা ।

তিনঃ- সাহাবাদের সম্মান করা মানেই আমার সম্মান করা ।

রেফারেন্স সহ জানালে উপকৃত হতাম  ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার প্রশ্ন করা প্রথম দু’টি বিষয় আমরা কোন হাদীস গ্রন্থে পাইনি। তাই এ বক্তব্যকে হাদীস বলার কোন যৌক্তিকতা আমাদের জানা নেই। তাই এসবকে হাদীস হিসেবে বলা কিছুতেই সমীচিন হবে না।

বাকি তৃতীয় বক্তব্যটির স্বপক্ষে নিম্নবর্ণিত শব্দে হাদীস পাওয়া যায়। হাদীসে এসেছে-

عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَصْحَابِي لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللهَ

হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল আলমুজানী রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, আমার [মৃত্যুর] পর আমাদের সাহাবীদের সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়ো না। তাদের [সাহাবাগণকে] যারা ভালবাসবে তাহলে আমাকে ভালবাসার কারণেই তাদের ভালবাসে থাকে। আর যারা তাদের সমালোচনা করবে, তারা আমাকে সমালোচনার কারণেই তাদের সমালোচনা করে থাকে। আর যারা তাদের কষ্ট দিবে, তাহলে তারা আমাকে কষ্ট দিল। আর যারা আমাকে কষ্ট দিল তাদের আল্লাহ তাআলা শাস্তি দিবেন। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬৮০৩, তিরমিজী, হাদীস নং-৩৮৬২, মেশকাতুল মাসাবীহ, হাদীস নং-৬০১৪, কানযুল উম্মাল, হাদীস নং-৩২৪৮৩}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …