প্রচ্ছদ / দান-সদকা-হাদিয়া / ওশরী জমির ওশর কি ফসল ফলাতে খরচ হওয়া অর্থ বাদ দিয়ে দেয়া হবে?

ওশরী জমির ওশর কি ফসল ফলাতে খরচ হওয়া অর্থ বাদ দিয়ে দেয়া হবে?

প্রশ্ন

ওশর দেবার সময় জমিতে যে ফসল হয়, তা থেকে কি জমিতে ফসল করার সময় যে খরচ হয়েছে সেই খরচ বাদ দিয়ে দশভাগের একভাগ দান করতে হবে? নাকি খরচ না বাদ দিয়ে দান করতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

 

ফসল করতে যা খরচ হয়েছে সেসব খরচ বাদ দিয়ে হিসেব করবে না। বরং জমিতে যতটুকু ফসল হয়েছে, যতটুকু উৎপাদিত হয়েছে তার মাঝে এক দশমাংশ দান করে দিতে হবে। এটাই বিধান। কর্মচারীর বেতন,গাড়ি ভাড়া ইত্যাদির জন্য ফসলের মূল্য বা ফসল বাদ দিয়ে দশমাংশ গণনা করবে না। বরং যা’ই উৎপন্ন হল এর মধ্য থেকে এক দশমাংশ বা বিশ ভাগের একভাগ দান করবে।

وكل شيئ أخرجته الأرض مما فيه العشر لا يحتسب فيه أجر العمال ونفقة البقر، لأن النبى صلى الله عليه وسلم حكم بتفاوت الواجب لتفاوت المؤنة فلا معنى لرفعها، (هداية، كتاب الزكاة، باب زكاة الزروع والثمار-1/203)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *