প্রচ্ছদ / তাবলীগ জামাত / “যে যত বেশি মসজিদে যায় তাকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দাও” এটা কি হাদীসের বাণী?

“যে যত বেশি মসজিদে যায় তাকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দাও” এটা কি হাদীসের বাণী?

প্রশ্ন

যে যত বেশি মসজিদে যায় তাকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দাও ।

একথাটি কি হাদীস?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, এটি হাদীসে নববী সাঃ।

عن أبي سعيد قال : قال رسول الله صلى الله عليه و سلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان قال الله تعالى { إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر 

হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যখন তোমরা কাউকে অধিক পরিমাণে মসজিদে আসতে অভ্যস্ত দেখ তাহলে তার ঈমানদার হওয়ার সাক্ষ্যি দাও। আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ “মসজিদসমূহকে ঐ সমস্ত লোকেরাই আবাদ করে, যারা আল্লাহ তাআলা ও আখেরাতের দিনের উপর ঈমান রাখে।

সুনানে তিরমিজী, হাদীস নং-৩০৯৩,

সুনানে দারেমী, হাদীস নং-১২২৩,

সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১৭২১,

সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং- ১৫০২,

মুসনাদে আহমাদ, হাদীস নং-১১৬৫১,

মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৯২৩

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *