প্রশ্ন
মুমিন যতবারিই মসজিদে যায় ততবারেই আল্লাহ পাক তার জন্য মেহমানদারীর ব্যবস্থা করেন ।
উক্ত কথাটির রেফারেন্স জানতে চাই।
উত্তর
بسم الله الرحمن الرحيم
عن أبي هريرة : عن النبي صلى الله عليه و سلم قال ( من غدا إلى المسجد وراح أعد الله له نزلة من الجنة كلما غدا أو راح )
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সা্ঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা করেন। সকালে অথবা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায় ততবারই আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারীর ব্যবস্থা করেন।
সহীহ বুখারী, হাদীস নং- ৬৩১, স
হীহ মুসলিম, হাদীস নং-১৫৫৬,
সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-১৪৯৬,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২০৩৭
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।