প্রশ্নঃ
আসসালামু আলাইকুম,আমার বয়স ৩১ বছর। আমাদের বিয়ে হয়েছে ৯ মাস। আমি আমার স্ত্রী কে খুব ভালোবাসি। আমার স্ত্রী আমাকে আরো বেশি ভালোবাসে কিন্তু কিছুদিন ধরে আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারছে না। ছোট থেকে ছোট ব্যাপার নিয়ে ও ঝগড়া হচ্ছে। সে আমাকে বলেছে আমি যদি তাকে না ভালোবাসি, না যত্ন করি তাহলে সে আমাকে তালাক দিয়ে চলে যাবে। আমার স্ত্রী আমাকে বলে আমার চেয়ে ও নাকি তার প্রাক্তন প্রেমিক তাকে বেশি ভালোবাসতো এ নিয়ে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয় , তার আগের প্রেমিক তাকে বেশি ভালোবাসতো এমন অভিযোগ তার,
এক পর্যায়ে আমি বলি ,তুমি(বউ) যদি তোমার আগের প্রেমিক এর কথা আমার সাথে বলো তবে মনে করবা,১বার বললে ১ তালাক,২বার বললে ২ তালাক,৩বার বললে ৩ তালাক।সকাল ১০ টা বাজে বলি এবং রাতে আমার রাগ কমলে বউ কে বলি আমার ভুল হয়েছে তালাক এর কথা মুখে উল্লেখ করা,এবং আমি আমার কথা ফিরিয়ে নিয়েছি।এর মাঝে বউ আর আগের প্রেমিক এর কথা আমার সাথে আলাপ করে নাই। এখন কি আমাদের তালাক হয়ে গেছে? আমাদের এখন কি করা উচিত।
দয়া করে উত্তর দিবেন।
From: Fayroz Tangil [email protected]
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما
উত্তরঃ
প্রশ্নোক্ত ক্ষেত্রে কোন তালাক হয়নি।
উল্লেখ্য, শর্তযুক্ত তালাক দেয়ার পর শর্ত উঠিয়ে নেয়ার কোন অধিকার শরীয়ত কর্তৃক প্রমাণিত নয়। অবশ্যই শর্ত যদি মজলিসের সাথে খাস করা হয় তখন মজলিস শেষ হয়ে গেলে শর্ত বাতিল হয়ে যায়। সুতরাং ভবিষ্যতে আপনার স্ত্রী যদি ভুলেও তার সাবেক প্রেমীকের (নাউজুবিল্লাহ) কথা আপনার সামনে বলে তাহলে যতবার বলবে ততবার তালাক হয়ে যাবে। আর তিন তালাক পূর্ণ হলে আপনাদের বৈবাহিক সম্পর্ক আর বহাল থাকবেনা। সুতরাং বিষয়টি আপনার স্ত্রীর জন্য সতর্কতার।
শরঈ দলীলঃ
الھندیة: (الفصل الثالث في تعلیق الطلاق، 420/1، ط: دار الفکر)
و وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق
وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا (الفتاوى الهندية-1/420، جديد-1/488، هداية-2/385)
وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت وعتق وإلا لا، فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدة، ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها (الدر المختار مع رد المحتار،زكريا-4/609
والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।
সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.
পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
