প্রশ্নঃ
আমার স্ত্রী কে রাগের মাথায় কয়েক মাস আগে ১ তালাক বলি এবং আমরা নিজেরাই আবার এক সাথে সংসার করতে থাকি, কিন্তু গত ২ দিন আগে আবার ও আমি আমার স্ত্রী কে ১ তালাক দুই তালাক বলে ফেলি, এই বার ও আমরা সংসার করতে শুরু করি, এখন আমি জানতে চাই যে আমার স্ত্রীর সাথে আমি সংসার করতে চাই এখন করনীয় কি,আর আমি আপনাদের পেজে ও একই প্রশ্ন করেছি দয়া করে আপনারা পেজে আমার নাম ঠিকানা দিয়েন না।
নাম প্রকাশে অনিচ্ছুক।
[email protected]
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما
উত্তরঃ
প্রশ্নোক্ত পরিস্থিতিতে তিন তালাকের কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। (বর্তমানে একসাথে থাকা জায়েজ নেই) অতএব, আপনার স্ত্রী অন্যত্র বৈধভাবে পুনরায় বিবাহ করবেন এবং নতুন স্বামীর সঙ্গে স্বামী–স্ত্রী সুলভ সম্পর্ক স্থাপনের পর যদি সেই স্বামী মৃত্যুবরণ করেন অথবা নিজ ইচ্ছায় তালাক প্রদান করেন এবং এরপর তিনি নির্ধারিত ইদ্দত সম্পূর্ণ করেন, তাহলেই কেবলমাত্র আপনি তাকে পুনরায় বিবাহ করতে পারবেন। এর বাইরে শরীয়ত কোনো বিকল্প পথ রাখেনি।
শরঈ দলীল:
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ (سورة البقرة-٢٣٠)
وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك (صحيح البخارى-2/792، 2/803)
عن عائشة رضى الله عنها قاتل: قال رسول الله صلى الله عليه وسلم: اذا طلق الرجل امرأته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره، ويذوق كل واحد منهما عسليلة صاحبه (سنن الدار قطنى، كتاب الطلاق، دار الكتب العلمية-4\21، رقم-3932)
والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।
সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.
পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
