প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী? নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে?

নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী? নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে?

প্রশ্ন

খন্দকার শাহরিয়ার

আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি নিম্নলিখিত ব্যাপারগুলো নিয়ে সমস্যায় আছেন। সমাধান জানিয়ে বাধিত করবেন।

১)

নামায আদায়ের সময় প্রায়ই বিভিন্ন খারাপ শব্দ/ বাজে কথা মনের মধ্যে চলে আসে। নামাযের বাইরেও মাঝে মাঝে এমন হয়। তিনি এটি নিয়ে মানসিক যন্ত্রণায় থাকেন।

২)

নামাযে দাঁড়ালে প্রায়ই মনে হয় যে, বাতাস বের হওয়ার কারণে ওযু ভেঙে গেছে। ফলে নামায ছেড়ে বারবার অযু করতে যান। কিন্তু এরকম হওয়ার মত কোন শারীরিক সমস্যা নেই।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নামাযের বাহিরে খারাপ কথা মনে আসলেই কবর মৃত্যুর কথা স্মরণ করুন। সাথে এটা মনে রাখুন যে, কেউ না জানুক, আল্লাহ রাব্বুল আলামীন আপনার সব কাজ, সকল অনুভূতি শুনছেন, দেখছেন। বেশি বেশি করে বুজুর্গদের লেখা কিতাব পড়তে পারেন। যেমন আশরাফ আলী থানবী রহঃ এর লেখা কিতাব। হাকীম আখতার সাহেব রহঃ এর লেখা কিতাব। সাথে তাবলীগী কাজের সাথে বা হক্কানী কোন সংগঠন যেমন চরমোনাই হুজুরের ইসলামী আন্দোলন ইত্যাদির সাথে জড়িত হতে পারেন। দ্বীনী কাজে মগ্ন থাকলে ইনশাআল্লাহ দেখবেন এ সমস্যা দূরিভুত হয়ে যাবে।

আর নামাযের মাঝে সুন্নতের প্রতি খেয়াল করে নামায পড়–ন, আর সাথে সাথে স্মরণ করুন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামীনের কুদরতী পায়ে সেজদা করছেন। তাহলে নামাযে কু-ধারনা আসবে না আশা করি।

রাসূল সাঃ ইরশাদ করেছেন, أَنْ تَعْبُدَ الله كَأَنَّكَ تَرَاهُ ، فَإِنَّكَ إِنْ لا تَكُنْ تَرَاهُ

“ইবাদত এমনভাবে কর, যেন তুমি আল্লাহকে দেখছো, যদি এমন হালাত না হয়, তাহলে জেনে নাও, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন”। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৬৪, সুনানে তিরমিজী, হাদীস নং-১২০, সহীহ বুখারী, হাদীস নং-৫০, সহীহ মুসলিম, হাদীস নং-২৯}

 

আর নামাযরত অবস্থায় যদি সুনিশ্চিতভাবে জানা না যায় যে, বায়ু বের হয়েছে। তাহলে নামায ছেড়ে দেয়ার কোন মানে হয় না। বায়ু বের হওয়ার নিদর্শন রাসূল সাঃ বলে দিয়েছেন দু’টি। তাহলো, হয়তো গন্ধ বের হবে। নতুবা আওয়াজ বের হতে হবে। এছাড়াও যদি সুনিশ্চিত ধারণা হয় যে, বায়ু বের হয়ে গেছে। তাহলেই কেবল নামায ছেড়ে অজু করতে হবে। শুধু ধারণার উপর নামায ছাড়া যাবে না।

أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ عَطَاءٍ حَدَّثَهُ قَالَ رَأَيْتُ السَّائِبَ يَشُمُّ ثَوْبَهُ فَقُلْتُ لَهُ مِمَّ ذَاكَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا وُضُوءَ إِلَّا مِنْ رِيحٍ أَوْ سَمَاعٍ

হযরত মুহাম্মদ বিন আমর বিন আতা বলেনঃ আমি একদা সায়েব বিন ইয়াজিদ রাঃ কে কাপড়ের ঘ্রাণ নিতে দেখে জিজ্ঞেস করলামৎ এটা কি? তখন তিনি বললেনঃ রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ অজু করা আবশ্যক হয় না বাতাস বা [বাতকর্মের] আওয়াজ ছাড়া। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৫০৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৫১২, মুসনাদুল হারেস, হাদীস নং-৮৩, কানযুল উম্মাল, হাদীস নং-২৬২৭৭, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৭৯৯৮}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *