প্রচ্ছদ / কসম ও মান্নত / ‘নো সেক্স’ ‘আমি তোমাকে টাচ করবো না’ বলার দ্বারা কি ঈলা হয়ে যায়?

‘নো সেক্স’ ‘আমি তোমাকে টাচ করবো না’ বলার দ্বারা কি ঈলা হয়ে যায়?

প্রশ্ন

আস্সালামুআলাইকুম হুজুর,

গত প্রায় ৯ মাস ধরে মারাত্মক তালাক এর ওয়াসওয়াসা এর শিকার ছিলাম। এতো কষ্ট বুঝাতে পারবো না।

প্রায় ১ মাস সুস্থ থাকার পর ঈলা এর মাসআলা জানার পর আমার আবার নতুন করে ওয়াসওয়াসা শুরু হয়েসে।

আমি দেশের বাহিরে থাকি। বিগত ২ বসার আগে আমি দুষ্টামি করে আমার বউ কে বলসিলাম মেসেজ এ “কিস ও দিবো না নেক্সট টাইম থেকে” “নো সেক্স” মানে দেশে গেলে এসব করবো না দুষ্টামি করেই বলসিলাম। কোনো কসম করি নাই।

ঐরকম কোনো শব্দ ব্যবহার করি নাই। এমনি সাধারণ কথার মতোই বলসিলাম।

এর কয়েকদিন পর আমরা আমার সহবাস এর বেপারে কথা বলতেসিলাম মেসেজ এ। আমার বউ সহবাস এর লজ্জার ব্যপারে কিছু কথা বলতেসিলো। আমি রাগ বা ঝগড়া না, এমনি বলসিলাম “ আমি তুমাকে টাচ ও করবো না”। এতো রেস্ট্রিকশন দিলে নেক্সট টাইম আমি কিছু করবো না” | মানে দেশে গেলে।

এইখানেও হুজুর এমনি বলসিলাম। কোনো কসম করি নাই। আপনাকে যেইভাবে বলতেসি ওইবাবে বলসি ওকে।

হুজুর এর কাছে প্রশ্ন আমার উপরের কোনো কোথায় ঈলা হয়েছে কিনা? আমি কসম করি নাই হুজুর। এমনি বলসি।

উত্তরণটা দিলে কষ্ট থেকে মুক্তি পেতাম।

জাজাকাল্লাহ খাইর |

– নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 

না, ঈলা হয়নি। পেরেশান হবার কিছু হয়নি।

وأما ركنه: فهو اللفظ الدال على منع النفس عن الجمع فى الفرج مؤكدا باليمين بالله تعالى، أو بصفاته أو باليمين بالشرط والجزاء، حتى لو امتنع من جماعها أو هجرها سنة أو أكثر من ذلك، لم يكن موليا، مالم يأت بلفظ يدل عليه، لأن الإيلاء يمين لما ذكرنت، واليمين تصفرف قولى، فلا بد من القول (بدائع الصنائع، زكريا-3/254)

والإيلاء فى الاصطلاح: يعرفه الحنفية أن يحلف الزوج بالله تعالى أو بصفة من صفاته الذى يحلف بها: أن لا يقرب زوجته أربعة أشهر أو أكثر، أو أن يعلق على قربانها أمرا فيه مشقة على نفسه الخ (الموسوعة الفقهية الكويتية-7/221)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

পাওনা টাকা যাকাতের নিয়তে মাফ করে দিলে যাকাত আদায় হবে?

প্রশ্ন আমি এক ব্যক্তিকে ৮০হাজার টাকা কর্জ দিয়েছি, সে আজকে দিবে কালকে দিবে বলে বহুদিন …