প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / আখেরী বৈঠকে দরূদের পর প্রচলিত দুআর বদলে অন্য দুআয়ে মাসূরাহ পড়া যাবে কি?

আখেরী বৈঠকে দরূদের পর প্রচলিত দুআর বদলে অন্য দুআয়ে মাসূরাহ পড়া যাবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

মুহতারামের নিকট আমার জানার বিষয় এ যে,

দুআয়ে মাসূরাহ্ বিষয়ে ফিক্বহী কিতাবগুলোতে বলা হয়েছে যে, পবিত্র ক্বুরআনে বর্ণিত দুআমূলক আয়াতগুলোই দুআয়ে মাসূরাহ্।

সুতরাং নামাযের শেষ বৈঠকে দুআয়ে মাসূরাহ্ মর্মে প্রচলিত দুআটিই নয় বরং পবিত্র ক্বুরআনে বর্ণিত দুআমূলক আয়াতগুলো হতে যেকোন একটি আয়াত পাঠ করলেই দুআয়ে মাসূরাহ্ পঠিত হয়েছে মর্মে সাব্যস্ত হবে।

আমার জানার বিষয় হচ্ছে:

পিতা-মাতার জন্য দুআর আয়াত অর্থাৎ রব্বিরহামহুমা……সহীরা, ইবরাহীম (আলাইহিস সালাম) কর্তৃক বিশ্বনাবী (সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) কে দুনিয়াতে প্রেরণ সংক্রান্ত দুআ’র আয়াত হতে তিলাওয়াত করলেও কি তা দুআয়ে মাসূরাহ্ বলে গণ্য হবে?

দালীলভিত্তিক সঠিক উত্তর প্রদান করুন।

মহান আল্লহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুরআন ও হাদীসে বর্ণিত দুআকে দুআয়ে মাসূরাহ বলা হয়। নামাযের আখেরী বৈঠকে দরূদ পাঠের পর কুরআন ও হাদীসে বর্ণিত যেকোন দুআই করা যাবে। সুতরাং রাব্বির হামহুমা যেমন পড়া যাবে, তেমন ইবরাহীম আলাইহিস সালামের দুআ সম্বলিত আয়াতও পড়া যাবে। কোন সমস্যা নেই।  

عن ابى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله  عليه وسلم إذا فرغ أحدكم من التشهد الأمر فليتعوذ بالله من أربع، من عذاب جهنم، ومن عذاب القبر، ومن فتنة المحيا والممات، ومن شر المسيح الدجال (سنن أبى داود، رقم-983، صحيح مسلم-1/217)

ويدعوا بالدعوات الماثورة أى المنقولة عن النبى صلى الله عليه وسلم الخ، ويدعو بما يشبه ألفاظ القران (حلبى كبير، لاهور-335)

ففی التنویر: و دعا بالأدعية المذكورة في القرآن و السنة. لا بما يشبه كلام الناس (رد المحتار، زكريا-1/ 523) و فی حاشية ابن عابدين: ينبغي أن يدعو في صلاته بدعاء محفوظ، و أما في غيرها فينبغي أن يدعو بما يحضره (رد المحتار، زكريا-1/ 523)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

কাজীকে তালাকনামা লিখতে বললে কাজী তিন তালাক লিখে দিলে তাতে সাইন করলে কয় তালাক পতিত হবে?

প্রশ্ন উত্তরটি জানিয়ে উপকৃত করবেন, কাজীর কাছে গিয়ে কেও যদি বলে সে তার স্ত্রীকে তালাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *